ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ক্যারিয়ার লম্বা করতে চান মুশফিক

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০২:১৪ এএম

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ম্যান অব দ্য ম্যাচের রেকর্ড আগে থেকেই মুশফিকুর রহিমের। শততম টেস্টে ব্যাটিংয়ে আলো ছড়িয়ে নিজের সেই অর্জন আরও সমৃদ্ধ করলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। শততম টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি, আরেকটিতে ফিফটি ছোঁয়া মাত্র দ্বিতীয় ক্রিকেটার তিনি। এই টেস্টে দুই ইনিংসে ৪টি করে উইকেট শিকার করেন তাইজুল। ম্যাচ-সেরার লড়াইয়ে তিনিও নিশ্চয়ই ছিলেন বিবেচনায়। তবে শেষ পর্যন্ত সেরা হন মুশফিক। টেস্টে এ নিয়ে অষ্টমবার সেরা হলেন তিনি। রেকর্ডটি আগে ছিল সাকিবের। ৭১ টেস্টে ছয়বার সেরা হয়ে থমকে আছে তার টেস্ট ক্যারিয়ার। ৭৫ টেস্টে চারবার সেরা হয়েছেন মুমিনুল হক। এ ছাড়া তিনবার করে সেরা হয়েছেন মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল।

মুশফিক জানালেন, টেস্ট ক্যারিয়ারটা আরও দীর্ঘ করতে চান তিনি। পুরস্কার বিতরণীতে এসে মুশফিক জানালেন, ওয়ানডে ও টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলে দেওয়া মুশফিক সাদা পোশাকে বেশ উপভোগ করছেন। ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার বলেন, ‘আরও খেলতে চাই। প্রতিটি মুহূর্ত সত্যিই উপভোগ করেছি, ১০০ ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে এবং প্রতিটি সেকেন্ড উপভোগ করেছি।’ ভবিষ্যতে বাংলাদেশ একটি ভালো দল হবে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, ‘তরুণদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করে নেওয়ার সৌভাগ্য হয়েছে এবং অদূর ভবিষ্যতে আমাদের একটি দুর্দান্ত দল হবে। তরুণদের পথ দেখানো আমার দায়িত্ব। কেবল সর্বোচ্চ চেষ্টাটা করি এবং আশা করি, তারা শুধু আমার কাছ থেকে নয়, অন্য খেলোয়াড়দের থেকেও অনেক কিছু শিখবে। নতুন ক্যাপ থেকেও আমাদের কিছু রং বের করা দরকার।’