ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সুদানে তীব্র অপুষ্টিতে ২৩ শিশুর মৃত্যু

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০২:২৭ এএম

সুদানের কেন্দ্রীয় কর্দোফান অঞ্চলে চলমান তীব্র অপুষ্টি এবং খাদ্যসংকটে গত এক মাসে কমপক্ষে ২৩টি শিশুর মৃত্যু হয়েছে। দেশটির সেনাবাহিনী (এসএএফ) ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান তীব্র লড়াইয়ের কারণে এই ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। খবর আরব নিউজের।সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে দক্ষিণ কর্দোফানের অবরুদ্ধ শহর কাদুগলি ও দিল্লিংয়ে এসব শিশু মারা যায়। আরএসএফের আরোপিত অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রবেশে বাধা, তীব্র অপুষ্টি এবং ওষুধের সংকট এই মৃত্যুর মূল কারণ। মাসের পর মাস আরএসএফ কাদুগলি শহরটি অবরুদ্ধ রাখায় নভেম্বর মাসের শুরুতেই শহরটিকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষপীড়িত ঘোষণা করা হয়। হাজারো মানুষ সেখানে জীবন-মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও আরএসএফের এই সংঘাতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে, বাস্তব সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে। যুদ্ধের কারণে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশজুড়ে মহামারি ও দুর্ভিক্ষের ঝুঁকি তীব্র হয়েছে।