ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নারী কাবাডি বিশ্বকাপ

ভারত-তাইফে ফাইনাল তৃতীয় হলো বাংলাদেশ

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০২:১০ এএম

নারী কাবাডি বিশ^কাপের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও চাইনিজ তাইপে। সেমিফাইনালে ইরানকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আর বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে চাইনিজ তাইপে। আজ শিরোপা নির্ধারণী ম্যাচ রয়েছে। বিশ^কাপে তৃতীয় হয়েছে বাংলাদেশ।

বিশ^কপের দ্বিতীয় সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে ২৫-১৮ পয়েন্টে হেরে বিদায় নেয় বাংলাদেশ। এই ম্যাচ খেলেই বিদায় নেন কৃতী খেলোয়াড় রূপালী আক্তার। কাবাডির এটা একটা ঐতিহ্য। কৃতী খেলোয়াড়ের বিদায়টা হয় আড়ম্বরপূর্ণ। গতকাল রূপালী আক্তারের জাতীয় দলের আনুষ্ঠানিক অবসর নেওয়াটাও হলো তেমনি, মুকুট পরে রানির মতো বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় বলেছেন ৩৪ বছর বয়সি এই খেলোয়াড়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ-চাইনিজ তাইপে সেমিফাইনাল শুরুর আগে বিদায়ি মুকুট পরিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রূপালীর মাথায়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ হ্যাপি রিটায়ারম্যান্ট লেখা উত্তরীয় (শ্যাশে) পরিয়ে দিয়েছেন তাকে। বাংলাদেশের বর্তমান দলে ২০১২ সালে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ খেলা একমাত্র সদস্য এই রূপালীই। ২০০৯ সাল থেকে কাবাডি খেলছেন। শুরুটা সে বছরই এশিয়ান জুনিয়র কাবাডি দিয়ে। ২০১০-এ ঘরের মাঠে খেলেছেন দক্ষিণ এশীয় গেমস। এর পরের দুটি দক্ষিণ এশীয় গেমসেও (২০১৬ ও ২০১৯) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জামালপুর থেকে উঠে আসা এই খেলোয়াড়। তেমনি এশিয়ান গেমস খেলেছেন রূপালী ২০১০, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালে। ঘরোয়া পর্যায়ে বাংলাদেশ আনসারের হয়ে সাফল্য পেয়েছেন অনেক। সেই রূপালীরই আন্তর্জাতিক পথচলা থামছে এবারের কাবাডি বিশ্বকাপ দিয়ে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের। শেষ আসরে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করছেন তিনি।

অপরদিকে, প্রথম সেমিফাইনাল ছিল ২০১২ সালের প্রথম বিশ্বকাপ ফাইনালের রি-ম্যাচ, মুখোমুখি হয়েছিল ভারত ও ইরান। ১৩ বছর আগের সেই আধিপত্য ধরে রাখল ভারত। রোমাঞ্চকর লড়াইয়ে ইরানকে ৩৩-২১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।