নেত্রকোনার কেন্দুয়ায় খেপ খেলতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরিফুল ইসলাম। এখনো ক্লাবে যোগ দিতে পারেননি তিনি। এদিকে বকেয়া বেতনের জন্য অনুশীলন বয়কট করেছিলেন ফুটবলাররা। তবে অনেক জোড়াজুড়ির পর অবশ্য বড় ম্যাচ খেলতে রাজি হয়েছেন তারা। এমন সংকীর্ণ অবস্থায় বাংলাদেশ ফুটবল লিগে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর মুখোমুখি হতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা পৌনে ৩টায় শুরু হবে ম্যাচটি। একই দিনে একই সময়ে আরও তিনটি ম্যাচে মুখোমুখি হচ্ছে আরামবাগ ও কিংস, ফর্টিজ এফসি ও পুলিশ এবং ব্রাদার্স ইউনিয়ন ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছে মোহামেডান। তাই আবাহনীর বিপক্ষে কেবল মর্যাদার নয়, সাদা-কালোদের পয়েন্টও ছিনিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ এক ম্যাচ এটি। অথচ এমন ম্যাচের আগে ক্লাবের খেলোয়াড়েরা বকেয়া বেতনের জন্য আলটিমেটাম দিয়েছিলেন। প্রায় তিন মাসের মতো বেতন বকেয়া থাকায় তারা অনুশীলন করতে চাননি, আবাহনীর বিপক্ষে ম্যাচও খেলতে চাননি। দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবের কথা, ‘ফুটবলাররা অনুশীলনই করতে চায়নি। এমনকি আবাহনীর বিপক্ষে ম্যাচের জন্য তাদের রাজি করিয়েছি। এরপর কী হবে আমি বুঝতে পারছি না।’ তিনি যোগ করেন, ‘ফুটবলাররা আলটিমেটাম দিয়েছে এ মাসের দুটি ম্যাচ খেলবে এবং তারপর সমাধান না হলে ১ ডিসেম্বর থেকে অনুশীলন বয়কট করবে। সোমবারের পর আমাদের পরের ম্যাচ ২৯ নভেম্বর ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে।’ জানা গেছে, ক্লাবের বিদেশি ফুটবলারদেরও একই অবস্থা। কারো বকেয়া তিন মাস, কারো দুই-আড়াই মাসের বেতন বাকি। আর স্থানীয়দের দিই-দিচ্ছিÑ এভাবে ম্যানেজ করেন কর্মকর্তারা। এতে শৃঙ্খলা ভেঙে কেউ কেউ খেপও খেলতে চলে যাচ্ছেন।
ধারদেনা করেই চলছে ক্লাব, এমনটাই জানালেন নকীব। তার কথা, ‘আমরা ধার দিয়ে চালাচ্ছি। অনুশীলন হচ্ছে অথচ কোনো টাকা পাচ্ছি না। আমি চালিয়ে নিচ্ছি। আমি ক্লাবের কাছে পাব ১২ লাখ টাকা। ছাইদ হাছান কানন পাবেন ৫ লাখ টাকা। তিনি তো কোচও। কোচিং স্টাফের কেউ চার মাস ধরে এক টাকাও পাননি।’
অন্যদিকে ক্লাব থেকে বেতন না পাওয়ায় এরই মধ্যে বেশ কজন খেপ খেলছেন দেদার। গত ১৬ নভেম্বর ময়মনসিংহের নেত্রকোনায় একটি ফুটবল টুর্নামেন্টে খেপ খেলতে গিয়ে কেন্দুয়ায় গুরুতর আহত হন মোহামেডানের ফুটবলার আরিফুল ইসলাম। গত এক সপ্তাহ ধরে চিকিৎসা নিলেও এখনো সুস্থ হননি তিনি। এ বিষয়ে নকীব বলেন, ‘আরিফ এখনো অসুস্থ। তাই তাকে আমরা ক্লাবে এখনো ডাকিনি।’

