গাজীপুরের কালিয়াকৈরে শিশু শিক্ষার্থীকে (১৬) ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী সিরাজি (৪০) নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার কালামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ইউসুফ আলী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল কাদের মাস্টরের ছেলে। তিনি কালামপুর এলাকার আলিফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটা মসজিদে ইমামতি করতেন। তার একটি নিজেস্ব মাদ্রাসা রয়েছে।
স্থানীয়রা জানায়, ইমাম সকালে ভুক্তভোগী শিশু শিক্ষার্থীকে কৌশলে তার কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শিশুকে ঘটনাটি কাউকে না বলতে হুমকি দেয়। তবে শিশুটি ইমামের ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

