ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ট্রেনে কাটা পড়ে নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০২:০০ এএম

পাবনার ঈশ্বরদীর রেলগেটে ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে পৌর শহরের রেলগেটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর পোস্ট অফিস মোড় এলাকার ঈমান আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীমুখী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস (আপ) ট্রেনটি ঈশ্বরদী ইন্টারলিংক রেলগেট অতিক্রম করছিল। এ সময় জাহাঙ্গীর আলম রেললাইন দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি ট্রেনের নিচে পড়ে শরীর থেকে মাথা ও বাঁ পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। রেলগেটের দায়িত্বে থাকা গেটকিপার মো. ফাহিম হোসেন জানান, রেললাইন দিয়ে হাঁটতে দেখে তারা জাহাঙ্গীরকে বেশ কয়েকবার সতর্ক করেছিলেন, কিন্তু তিনি কোনো সতর্কতা না শুনে এগিয়ে গেলে দুর্ঘটনা ঘটে।