রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রূপালী খাতুনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ১০ নভেম্বর প্রজ্ঞাপন জারি করা হলেও বিষয়টি গতকাল রোববার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউএনও সাবরিনা শারমিন। সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারার আলোকে বিভিন্ন অনিয়ম, অসদাচরণ ও দায়িত্ববহির্ভূত কর্মকা-ের অভিযোগের ভিত্তিতে রূপালী খাতুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রূপালী খাতুনের বিরুদ্ধে ইউএনওর নামে মিথ্যা লিখিত অভিযোগ, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নির্বাচনকে কেন্দ্র করে সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে মারধর, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে-বেনামে মিথ্যা অভিযোগ, ভিডব্লিউবি চাল বিতরণে বাধা সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে।

