ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

প্রান্তিক কৃষকদের মধ্যে ধানবীজ ও সার বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০১:৪৮ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বোরো হাইব্রিড, বোরো উফশী ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে। ২৩ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব ধানবীজ ও বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচিটি কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করে।

উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধানবীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। উপস্থিত থেকে কৃষকদের মধ্যে ধানবীজ ও সার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক ও কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান খান এবং বিভিন্ন ইউনিয়নের ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক,  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।