চট্টগ্রাম-৪ আসন, সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.জানে আলম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দিন, নাজিম উদ্দীন, সাহেদ, তসলিমের উদ্যোগে লালবেগ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া একি সময়ে নগরীর একেখান মোড় থেকে সীতাকু- উপজেলার দারোগারহাট পর্যন্ত সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

