ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে খালেদা জিয়ার অসুস্থতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০২:১৭ এএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেনÑ এমন খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে, পাকিস্তানের সংবাদমাধ্যম জি নিউজ, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যম খালেদা জিয়ার অসুস্থতার খবর প্রকাশ করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা ‘বাংলাদেশের খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক’, হাসপাতালে ভর্তি’ শিরোনামে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে গণমাধ্যমটি জানায়, ৮০ বছর বয়সি এই রাজনীতিবিদ নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ শিরোনামে সংবাদে জানিয়েছে, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়াকে ২০১৮ সালে শেখ হাসিনার সরকারের অধীনে দুর্নীতির অভিযোগে কারাদ- ও চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছিল। হাসিনার ক্ষমতাচ্যুতির পরপরই গত বছর তাকে মুক্তি দেওয়া হয়।

পাকিস্তানের জিও নিউজ জানায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণের লক্ষণ নিয়ে ৮০ বছর বয়সি খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের গণমাধ্যম এনডিটিভি ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে’ শিরোনামে জানিয়েছে, ৮০ বছর বয়সি খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন, তার অবস্থা ‘খুবই সংকটজনক’। এ ছাড়া অবস্থা স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। এ জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।

ইন্ডিয়া টুডে জানায়, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানান বিএনপির নেতারা।

অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা, ‘বিএনপি নেত্রী খানিক সুস্থ হলেই ডাকা হবে এয়ার অ্যাম্বুলেন্স’Ñএই শিরোনামে নিউজ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। আর হিন্দুস্তান টাইমস তাদের শিরোনামে জানায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’।

খালেদা জিয়ার অবস্থা ‘খুবই সংকটজনক’ উল্লেখ করে মধ্যপ্রাচ্যভিত্তিক গলফ নিউজ জানিয়েছে, তিনি হৃদরোগ, লিভার ও কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের রোগ এবং চোখের সমস্যায় ভুগছেন। অন্যদিকে আরব আমিরাতভিত্তিক খালিজ টাইমসও খালেদা জিয়ার বিভিন্ন রোগে ভুগছেন বলে জানায়। গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ব্যবস্থা রাখা হলেও পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে দেশের বাইরে নেওয়া যাচ্ছে না।