নীলফামারীর এক বাস শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে পরিচালিত নীলফামারীর সব রুটে যাত্রীবাহী পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। গতকাল রোববার সকাল থেকেই রংপুর-নীলফামারী-সৈয়দপুর-কিশোরগঞ্জ-জলঢাকা-ডিমলা-ডোমারসহ জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী বাসসহ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সমিতির গাড়ি আগের মতোই চলছে।
শ্রমিক ইউনিয়নের সূত্র জানায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়ন উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে ন্যায্য পাওনা নিয়ে বিরোধের জেরে রংপুর বাস মালিক সমিতির কয়েক নেতাকর্মী তাকে মারধর করেন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়া সফিকুল বিষয়টি শ্রমিক ইউনিয়নকে জানান। এর পরই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির অধীন থাকা সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা শ্রমিক ইউনিয়ন।
হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় নীলফামারী ও আশপাশের রুটে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। অনেকে জরুরি প্রয়োজনে ভ্যান, অটোরিকশা কিংবা প্রাইভেটকারসহ বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। এতে করে ভোগান্তির সঙ্গে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে বলে জানান যাত্রীরা।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত যাত্রীবাহী পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে। রংপুর মালিক সমিতির কোনো বাস নীলফামারীর রুটে চলতে দেওয়া হবে না।
এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুই জেলার মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আমি রংপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন