ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বন্যপ্রাণীর ভয়ে খাঁচায়

অন্যরকম ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০১:৫৯ এএম

সুইডেনের বিস্তৃত জঙ্গলে এমন কিছু খাঁচা রয়েছে, যেগুলো শুধু ভেতর থেকে বন্ধ করা যায়। এগুলো সবসময় খোলা থাকে এবং সঙ্গে সঙ্গে মাটির নিচে স্থাপিত যোগাযোগ ডিভাইস, যার মাধ্যমে প্রয়োজনে সাহায্য চাওয়া যায়। এই খাঁচাগুলোর মূল উদ্দেশ্য হলোÑ জঙ্গলে ঘোরাফেরা করার সময় আপনাকে ভালুক কিংবা অন্য বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিরাপদ রাখা। বিশেষ করে সুইডেনের উত্তর ও মধ্যাঞ্চলের গভীর বনভূমিতে বাদামি ভালুকের উপস্থিতি বেশি, যদিও মাঝেমধ্যে শহরের আশেপাশেও এদের দেখা মেলে।

যখন আপনি উত্তর বা মধ্য সুইডেনের দিকে যাবেন, তখন এমন খাঁচা চোখে পড়বে, আর কখনো কখনো দক্ষিণের নির্দিষ্ট কিছু এলাকাতেও এগুলোর দেখা মেলে। সুইডেন সরকার তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত যতœশীল, আর তাই এ ধরনের বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।