পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাফিন এম একতিদার ও থানার ওসি মো. নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন- পূর্ব সুবিদখালীর জিন্নাত মৃধার পুত্র মো. আলতাফ মৃধা (৪৫), শাকিল আহমেদ (২৪) এবং উত্তর আমড়াগাছিয়া গ্রামের তরিকুল ইসলামের পুত্র মো. তানভীর উর ইসলাম (২৫)।
জানা যায়, অভিযানে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার মো. আলতাফ মৃধার বসতঘর থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের ২৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২,৩৮০ টাকা, ৪টি দিয়াশলাই, ৫টি সিরিঞ্জ, ১টি কস্টেপ, ১টি কাঁচি, ৩টি ফয়েল পেপার টুকরা, ৪টি প্লাস্টিকের আঙুলের ক্যাপ, ১০ টাকার নোট দিয়ে তৈরি মাদক সেবনের পাইপ, এবং ২টি নীল রঙের জিপার ব্যাগ উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :