জুলাইয়ের গণভ্যুত্থানে শহিদ জিহাদের সমাধিতে পুষ্পস্তপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা ছাত্রদল। পরে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল বাশারের নেতৃত্বে পুষ্পস্তবক করা হয়। বাদ জহুর শহিদ জিহাদের বাবা নিজ বাড়িতে পরিবারিকভাবে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানভীর হাসান রিডেন, সদস্যসচিব গাজী সালাউদ্দিন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজীব, সদস্যসচিব হাসান আহমেদ জিদনী প্রমুখ।
শহিদ জিহাদ দশমিনা উপজেলার সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নুরুল আমিন মোল্লাল ছোট ছেলে এবং ঢাকা কাজী নজরুল ইসলাম কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত বছর ১৯ জুলাই ছাত্র জনতার গণভ্যুত্থানে যাত্রাবাড়ী ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আপনার মতামত লিখুন :