সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


প্রবাস প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:১৯ এএম

ফোবানা সম্মেলনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মিলনমেলা

প্রবাস প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:১৯ এএম

ফোবানা সম্মেলনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মিলনমেলা

প্রায় তিন লাখ বাঙালির বসবাস আমেরিকাতে। একটা বিরাট অংশ থাকে উত্তর আমেরিকাতে।

৪০ হাজার থেকে লাখ খানেক মানুষ থাকে এই অঞ্চলে। এই অঞ্চলের বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। আগামী ২৯-৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে ৩৯তম এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আটলান্টাভিত্তিক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাধারা’ এই সম্মেলনের মূল আয়োজক। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭-১০ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। 

সম্মেলনের স্থান আটলান্টার হোটেল ওয়েস্টিন। এবারের সম্মেলনের মূল ফোকাস ‘প্রবাসী প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিকরণে বাংলাদেশের অবস্থান’।

এ ছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বাড়ানো, বাংলাদেশিদের দেশটির মূলধারায় সম্পৃক্ততা করা এবং শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা আয়োজনের মূল লক্ষ্য। এবারের সম্মেলনে বেশ কিছু বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে।

সম্মেলন কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আবির আলমগীর। এ ছাড়াও আয়োজক কমিটির আহ্বায়ক নাহিদুল খান সোহেল, সদস্য সচিব মাহবুব ভূঁইয়া, সভাপতি ডিউক খান, প্রধান সমন্বয়ক মওলা দিলু এবং সিনিয়র সহ-আহ্বায়ক কাজী নাহিদ।

কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী যুগান্তরকে বলেন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে ফোবানা

সম্মেলনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫-২০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে। প্রতিটি  স্কলারশিপের মূল্যবান ১০০০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায়

১ লাখ ২০ হাজার টাকা।

সম্মেলনকে সফল করতে বাংলাদেশ থেকে অতিথি ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন ফোবানা সম্মেলন মানে প্রবাসীদের একটি মিলনমেলা। বরাবরের মতো এবারও সম্মেলনে প্রবাস ও দেশের রাজনীতি এবং ট্রাম্প সরকারের নতুন প্রশাসন, বিভিন্ন স্টেটের গভর্নর, সিনেটর ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে পরিবেশ, বৈশ্বিক অর্থনীতি, বাংলাদেশের নদীর পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়ে সেমিনার হবে।’

এবারের সম্মেলনে বেশ কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে। এসব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে সামাজিক ইস্যু: মানবাধিকার ও সামাজিক-রাজনৈতিক দিক। স্বাস্থ্য ও সুস্থতা: প্রতিরোধমূলক এবং চিকিৎসাগত দিক। প্রযুক্তি: প্রকৌশল, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষা, ক্যারিয়ার ও যোগাযোগে প্রযুক্তির প্রভাব। গঠিত পরিবেশ ও জলবায়ু: স্থাপত্য, পরিকল্পনা, শহরায়ন এবং টেকসই উন্নয়ন।

ব্যবসা ও অর্থনীতি: ব্যবস্থাপনা, অর্থনীতি, উদ্যোক্তা, বাজার এবং অর্থনৈতিক নীতি। শিক্ষা, শিল্প ও সংস্কৃতি: পাঠদান, সৃজনশীল শিল্প, ডিজাইন, চলচ্চিত্র, মিডিয়া এবং সাহিত্য। সংস্কৃতি ও ঐতিহ্য: ঐতিহ্য সংরক্ষণ, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশি-আমেরিকানদের মূলধারায় সম্পৃক্ততা। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ইয়থ ও নারী সংগঠনগুলোর বড় ধরনের পার্টিসিপেশন থাকবে।

কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর নেতৃত্বে একটি দল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। তিন দিনব্যাপী সম্মেলনে প্রতিদিন সন্ধ্যার পর মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মাসুদ রব চৌধুরী বলেন, আগামী বছর (২০২৬) ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে।

ফোবানার প্রধান সমন্বয়ক মওলা দিলু যুগান্তরকে বলেন, এবারের সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের সবগুলো স্টেট থেকে অতিথিরা নাম রেজিস্ট্রেশন শুরু করেছেন।

জমকালো এই সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭-১০ হাজার আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।  অতিথিদের জন্য হোটেল ওয়েস্টিন ছাড়াও পার্শ্ববর্তী আরও একটি হোটেলে থাকার ব্যবস্থা থাকবে।

তিন দিনব্যাপী এই সম্মেলনের অন্যতম বড় আকর্ষণ থাকবে বইমেলা। মেলায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কবি লেখক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!