বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১১:৪৮ পিএম

‘মব জাস্টিস বন্ধ হওয়া দরকার’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১১:৪৮ পিএম

‘মব জাস্টিস বন্ধ হওয়া দরকার’

পর্দায় সাধারণত উঠে আসে সময়ের বিভিন্ন গল্প। তবে কিছু সময় আছে, যেগুলো রাজনৈতিক বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন সম্প্রতি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ও সামাজিক আলোচ্য বিষয় হয়ে উঠেছে ‘মব জাস্টিস’। সেটিই এবার উঠে আসছে টেলিছবির গল্পে টিভি পর্দায়। ‘আমারও গল্প আছে’ নামের এই গল্পটি চ্যানেল আইয়ের জন্য বানিয়েছেন রানা বর্তমান।

সাধারণ মানুষের মধ্যে ‘মব জাস্টিস’ বিষয়ে সচেতনতা বাড়াতেই নাটকটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। টেলিছবির গল্প আবর্তিত হয়েছে এক বাবা ও মেয়ের অসহায়ত্বকে কেন্দ্র করে। এতে দেখা যাবে, মেয়ের কাছে সেরা মানুষ তার বাবা। কিন্তু বাবা আবার সমাজের চোখে চোর! একসময় মব জাস্টিসের শিকার হয় বাবা। তৈরি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। এই বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। তার মেয়ের চরিত্রে আছেন মুনতাহা এমিলিয়া।

টেলিছবিটি নিয়ে রানা বর্তমান বলেন, ‘টেলিভিশনের পর্দায় কিংবা সংবাদমাধ্যমে প্রায়ই নানা চিত্র দেখা যায়। সেখানে কখনো লাশের ছবি, কখনো কান্নার ছবি, আবার মব জাস্টিস দ্বারা অসহায় পরিবারের চিত্র ফুটে ওঠে। ঘটনাগুলো দেখে যে কারো পক্ষেই নিজেকে ঠিক রাখা কঠিন। আমার বিবেক, চিন্তা আমাকে নতুন করে জাগিয়ে তুলল মানুষকে সচেতন করতে। নির্মাতার জায়গা থেকে মানুষকে সচেতন করার চেষ্টা রয়েছে এই নাটকে।’
আজিজুল হাকিম বলেন, ‘এই অমানবিক, আইনবহির্ভূত মব জাস্টিস বন্ধ হওয়া দরকার। এখানে সবাই আইনের সুবিচার পাবে, সেটাই প্রত্যাশা। সমাজের মানুষকে মব জাস্টিস নিয়ে সচেতন হওয়া দরকার। সেই বার্তা আমরা নাটকের মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি।’

টেলিছবিতে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, গোলাম রাব্বানী, আবদুল আজিম, তুহিন চৌধুরী, সহিদুল ইসলাম, রিমন সাহা প্রমুখ।
নির্মাতা জানান, ‘আমারও গল্প আছে’ প্রচার হবে আগামীকাল, ১৮ জুলাই।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!