শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১২:৪৯ এএম

সায়ানের কণ্ঠে জুলাইয়ের নতুন গান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১২:৪৯ এএম

সায়ানের কণ্ঠে জুলাইয়ের নতুন গান

‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু’/জুলাইকে কেউ পারবে না নিতে একা/ মাটির জন্য লড়াই করেছে মানুষ/সবার সঙ্গে মিছিলে হয়েছে দেখা। এমন আবেগী কথায় দরদী সুর বসিয়ে বিপ্লবের আরেকটি গান প্রকাশ করলেন সায়ান।
এই গানের মাধ্যমে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিকে স্মরণ করলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গানটির নাম দিয়েছেন ‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু’। যেখানে তিনি বারবার বলার চেষ্টা করছেন, জুলাইকে যেন বিক্রি না করে কেউ। গেয়েছেন এই বলে, আমরা জুলাই বিক্রি করি না বন্ধু/কেউ কি বল তো নিজেকে বিক্রি করে/আমরা সবাই এখানে জুলাই বন্ধু/ জুলাই রয়েছে এ মাটির অন্তরে...। 

গানের ভিডিওতে উঠে এসেছে চব্বিশের অগ্নিঝরা জুলাই-আগস্টের দিনগুলো। সেই সময়টাকে স্মরণ করিয়ে দেওয়ার মধ্যদিয়ে নতুন প্রত্যয়ে দেশ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নের বার্তা উঠে এসেছে সায়ানের এই গানে। সম্প্রতি গানটির ভিডিও সায়ানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়।
গানটি প্রসঙ্গে সায়ান বলেন, ‘এই গান মানুষের বিজয়ের সেই জুলাইয়ের গল্প। এই গান উৎসর্গ করি পৃথিবীর মাটিতে আন্দোলন-সংগ্রামরত সকল লড়াকু প্রাণকে, যারা আস্থা রাখে মানুষের প্রতিরোধের শক্তিতে। যারা নিপীড়ক যেকোনো শক্তির দাম্ভিক দমন-প্রবণতার বিপরীতে প্রাণ দিতে হলেও কোনো মতেই এই বিশ্বাস থেকে নড়েন না যে, একদিন মানুষের জয় হবে।’

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী চলা নানান অনুষ্ঠানমালার অংশ হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গত ১৪ জুলাই কেন্দ্রীয় শহিদ মিনারে এই গানটি পরিবেশন করেন সায়ান।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!