একসময়ের শ্রোতাপ্রিয় গায়ক ইলিয়াস হোসাইন। ২০১২ সালে তার প্রথম একক অ্যালবাম বের হয়। নাম ছিল ‘না বলা কথা’। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন ইলিয়াস। মন জয় করে নেন শ্রোতাদের। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে তিনি বের করেন ‘না বলা কথা ২, ৩, ৪ ও ৫’।
মাঝে কেটে গেছে এক যুগ। এ সময় নতুন গানে তাকে পাওয়া গেলেও প্রথম অ্যালবামের শ্রোতাপ্রিয়তা ছাড়িয়ে যেতে পারেনি আজও। ওই গানের জন্য এখনো সমান জনপ্রিয় ইলিয়াস। এবার নতুন পরিকল্পনায় এই সংগীতশিল্পী। আসতে যাচ্ছে তার ‘না বলা কথা ৬’ অ্যালবাম। সুইডেন থেকে এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন ইলিয়াস নিজেই।
তিনি বলেন, ‘না বলা কথা বের করেছিলাম এক যুগ পেরিয়ে গেছে। এখনো প্রথম অ্যালবামের গানটির জন্য শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি। তাদের চাহিদার কারণে সর্বশেষ ২০১৯ সালে ‘না বলা কথা ৫’ বের করি। যদিও সেটির ভিডিও প্রকাশ হয়নি। অডিও বেরিয়েছিল। এবার ‘না বলা কথা ৬’ ভিডিও সহকারে প্রকাশের কথা ভাবছি। এরই মধ্যে পরিকল্পনা করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই আসবে।’
দীর্ঘদিন ধরেই সুইডেনের স্টোকহোমে থাকছেন ইলিয়াস।
২০২২ সালের ২৬ অক্টোবর ইলিয়াস-কারিন দম্পতির ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। আপাতত ইলিয়াসও স্ত্রী-সন্তানের সঙ্গেই রয়েছেন। যে কারণে গানে অনিয়মিত তিনি। সেখানে বসেই নতুন গানের পরিকল্পনা করছেন তিনি।
‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পান ইলিয়াস হোসেন। এ ছাড়াও কাজ করেছেন ডুয়েট ও অসংখ্য মিক্সড অ্যালবামে।