রাজধানীর ভাটারার কুড়িল ঘাটপার এলাকার একটি বাসা থেকে মাহাদী হাসান (অন্তর) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (২০ জুলাই) রাত ১০টার দিকে ভাটারার মিয়া বাড়ি এলাকার একটি চারতলা ভবনের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাহাদী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. আলমগীর হোসেনের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার (২০ জুলাই) রাত ৮টার দিকে মাহাদী নিজ কক্ষে চলে গিয়ে দরজা বন্ধ করেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে রাত ১০টার দিকে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ মন্ডল জানান, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মাহাদীর মরদেহ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের বরাত অনুযায়ী, মাহাদী ঢাকায় তার ফুফুর বাসায় থেকে পড়াশোনা করতেন। তার সঙ্গে কারো কোনো ঝগড়া-বিবাদ হয়নি। ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।’