রাজধানীর উত্তরায় সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই শিশুটির অভিভাবকের খোঁজ মেলেনি।
শিশুটির একটি পোড়া আইডি কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই আইডি কার্ড অনুযায়ী, শিশুটির নাম মো. জুনায়েত হাসান। সে তৃতীয় শ্রেণির বাংলা মিডিয়ামের শিক্ষার্থী।
মেখোলা মার্জোয়া হোমায়রা নামে একজন চিকিৎসক আইডি কার্ডের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহ!!!! কত অবিভাবক সন্তান খুঁজে পাচ্ছে না!! কত বাচ্চা অবিভাবক খুঁজে পাচ্ছে না!!! আল্লাহ সহায় হোন। মাসুম বাচ্চাগুলোকে রক্ষা করুন।’
এই পেশেন্টকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নম্বরে যোগাযোগ করুন: ০১৮১১৬৯৬০৩৩। এ ধরনের পোাস্ট আরও অনেকেই করেছেন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।