ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নতুন রূপে অনামিকা

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০২:৫০ এএম

টলিউডে এক সময় চুটিয়ে কাজ করলেও বর্তমানে সেইভাবে কাজ পান না অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। সেই কথা নিজের মুখেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। শেষবার জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে নতুন একটি ট্র্যাকে কিছুদিনের জন্য দেখা গিয়েছিল তাকে। অথচ একসময় ছোটপর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কয়েক বছর আগেও স্টার জলসায় ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে ‘হিয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে এখন আর তেমনভাবে কোনো কাজে দেখা যায় না অনামিকাকে। নিজের রাজ্যে না হলেও এবার অন্য রাজ্যে নতুন চমক অভিনেত্রীর। সমাজমাধ্যমেই তা প্রকাশ্যে আনলেন তিনি।

ছোট পর্দা এবং ওয়েব সিরিজে নানা ধরনের চরিত্রে কাজ করেছেন অনামিকা চক্রবর্তী। তবে বর্তমানে টলিউড থেকে খানিকটা ব্রাত্য বলা যায় তাকে। এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়েও এখন আর সেভাবে কাজ পান না তিনি। তা নিয়ে মন খারাপ থাকলেও নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন অনামিকা।

উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে বিয়ের পর থেকে আরও যেন সংসারি হয়ে উঠেছেন তিনি। তাদের পরিবারে এসেছে নতুন সদস্য বেলি। বাড়িতে এনেছেন নতুন পোষ্যকে।

অভিনয় থেকে দূরে থাকলে তার মন খারাপ হয় ঠিকই। তবে নিজের শহরে মনের মতো কাজ না পেলেও অন্য রাজ্যে নতুন রূপে হাজির অনামিকা চক্রবর্তী।

নিজের সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন অনামিকা। ত্রিপুরা রাজ্যের একটি বড় পোস্টার। যেখানে রয়েছে অনামিকারই ছবি। এই পোস্টারের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে অনামিকা লিখেছেন, ‘এতদিন ধরে পোস্টারে নিজেকে দেখেছি বলে এর আগে মনে পড়ে না, আমি দারুণ খুশি।’

ত্রিপুরাবাসীরা এখন এই পোস্টারে রোজ দিনই দেখতে পাচ্ছেন অনামিকাকে। যদিও এই মুহূর্তে কলকাতা শহরে কোনো পোস্টারে দেখা যায় না অনামিকাকে। সব মন খারাপের মধ্যেও হয়তো এই পোস্টটা দেখে মন ভালো অভিনেত্রীর। তাই নিজেই সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে নিলেন তার অনুরাগীদের সঙ্গে। অনেকেই ভাবেন কেন পর্দায় দেখা যায় না এই অভিনেত্রীকে? সেই কারণ যদিও অজানা অনামিকারও। এক সময় এ নিয়ে মন খারাপ হলেও এখন আর তা নিয়ে অতটা ভাবেন না তিনি।

মানসিক চিন্তা ও শারীরিক অসুস্থতার কারণে আগের থেকে ওজন অনেকটাই বেড়ে গিয়েছে অনামিকার। সেই কারণেই কী পছন্দমতো চরিত্রের প্রস্তাব পান না অভিনেত্রী? যদিও নিজের কাজ নিয়ে মন খারাপ থাকলেও স্বামী উদয়ের কাজ নিয়ে দারুণ খুশি অনামিকা। এই মুহূর্তে জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন উদয়।