ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মিলন-রিমির ‘মনরে ওরে মন’

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০২:৫৬ এএম

মোহাম্মদ মিলনের কণ্ঠে শ্রোতারা পেয়েছেন বেশকিছু জনপ্রিয় গান। অন্যদিকে, সানজিদা রিমিও এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী। এবার এই দুই শিল্পীর কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘মনরে ওরে মন’।

মামুন আফনান রুমির কথায় গানটির সুর করেছেন মিলন নিজেই এবং সংগীতায়োজন করেছেন এমএমপি রনি গানে মিলনের সঙ্গে মডেল হয়েছেন তানজিল লিয়া। মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ হয়েছে ঢোল মিউজিক ইউটিউব চ্যানেল থেকে।

নতুন গান প্রসঙ্গে মোহাম্মদ মিলন বলেন, ‘রোমান্টিক কথার সুন্দর গান প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। সবাইকে গানটি শোনার জন্য অনুরোধ করছি। আশা করছি, সবার ভালো লাগবে।’
সানজিদা রিমি বলেন, ‘মিলন ভাইয়ের সঙ্গে চমৎকার একটি দ্বৈত গান প্রকাশ হয়েছে। আশা করছি, গানটি শ্রোতারা পছন্দ করবেন।’ 

গীতিকার মামুন আপনার রুমি বলেন, ‘গানের কথা লেখার পর মিলন ভাইকে পাঠাই, তিনি চমৎকার সুর করেছেন। এমএমপি রনি ভাইকে ধন্যবাদ জানাই সুন্দর সংগীত আয়োজন করার জন্য। আশা করি, গানটি এ বছরের অন্যতম গান হয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকবে।’