সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০১:১৯ এএম

যিশু সেনগুপ্ত

আবার ফিরছেন নায়ক হয়ে

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০১:১৯ এএম

আবার ফিরছেন নায়ক হয়ে

টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তের নাম শুনলেই নড়েচড়ে বসেন বাংলা সিনেমার দর্শকরা। তাদের কাছে এখনো সেই প্রিয় ছোটপর্দার ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’। তার অনুরাগীরা তাকে দেখার জন্য সবসময় মুখিয়ে থাকেন। বেশ কয়েক বছর ধরে হিন্দি, দক্ষিণী ও বাংলা সিনেমায় এ অভিনেতাকে দাপুটে খলনায়ক, নয়তো গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে দেখা গেছে।


সেই তিনিই যখন একের পর এক ভিন্ন ভাষার সিনেমায় নিজেকে প্রমাণ করেন, তখন গর্ববোধ করেন তার ভক্ত-অনুরাগীরা। দীর্ঘদিন পর এবার ঘরের ছেলে ঘরে ফিরছেন। তবে খলনায়ক কিংবা গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে অভিনেতা হিসেবে নয়; এবার ফিরছেন নায়ক হিসেবে। পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় তার আগামী সিনেমায় সেভাবেই নাকি দেখা যাবে যিশু সেনগুপ্তকে।
বন্ধু অভিনেতা সৌরভ দাসের সঙ্গে ইতোমধ্যে ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু। তাদের ‘মেন্টর’ বলিউড পরিচালক মহেশ ভাট। যিশু-সৌরভের এ প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরতে পারেন বর্ষীয়ান পরিচালক মহেশ ভাটও।


ইন্দ্রদীপের আগামী সিনেমার প্রযোজনাও নাকি দুই অভিনেতা জুটির প্রযোজনা সংস্থা থেকেই করতে চলেছেন। কোনটি সত্য, তা জানা না গেলেও মহেশ ভাট যে সিনেমা পরিচালনা করতে চলেছেন, সেই চিত্রনাট্য তৈরির কাজও নাকি জোরকদমে চলছে। সব ঠিক থাকলে আগামী বছর হিন্দি সিনেমা প্রযোজনা দিয়ে খাতা খুলবেন যিশু ও সৌরভ।


এদিকে ইন্দ্রদীপের সিনেমার শুটিং যিশু কবে করবেন, সে বিষয়ে জানা না গেলেও আপাতত পরিচালক তার সম্প্রতি সিনেমা ‘গৃহপ্রবেশ’-এর সাফল্য উপভোগ করছেন। তার নতুন সিনেমার শুটিং সম্ভবত আগামী বছর শুরু করবেন বলে একটি সূত্র জানায়।


‘গৃহপ্রবেশ’ মাত্র কয়েক দিনে কোটির ক্লাবে পা রেখেছে। এ সিনেমায় প্রথম জুটি বেঁধেছেন শুভশ্রী গাঙ্গুলি ও জীতু কমল। নতুন জুটির অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
প্রসঙ্গত, ‘গৃহপ্রবেশ’ মুক্তির সময়েও শোনা গিয়েছিল, জীতু কমলের আগে এ চরিত্রের জন্য ইন্দ্রদীপের প্রথম পছন্দ ছিলেন যিশু। এ ছাড়া পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে ‘প্রভু নিত্যানন্দ’-এর ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেতা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!