বর্তমান প্রজন্মের জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনায় রয়েছে তার সুখ্যাতি। বহু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। আর এবার রূপনগরের রানি হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা। শিল্পী কলি সরকারের ‘রূপনগরের রানি’ শিরোনামে গানের মিউজিক ভিডিওতে নাম ভূমিকায় কাজ করেছেন এই তারকা। গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন নির্মাতা এম এইচ রিজভী।
মিউজিক ভিডিওটি দর্শক ও শ্রোতাদের কাছে বেশ ভালো লাগার আশাবাদ করে প্রিয়াঙ্কা বলেন ‘ এই মিউজিক ভিডিওটি নিয়ে আমি বেশ উচ্ছ্বাসিত। এ পর্যন্ত আমি যতগুলো মিউজিক ভিডিওতে কাজ করেছি তারমধ্যে রূপনগরের রানি গানটির কাজটিকে আমার অন্যতম সেরা কাজ মনে হয়েছে। আমি আমার সেরা পারফরম্যান্সটা দেওয়ার চেষ্টা করেছি। গানটি দেখলেই দর্শকরা সেটা বুঝতে পারবেন। পরিচালক এম এইচ রিজভী গানটিতে আমাকে যথেষ্ট গ্লামারসভাবে উপস্থাপন করেছেন। গানটির বিষয়ে দর্শক ও শ্রোতাদের নিয়ে আমি ভীষণ আশাবাদী।
প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে তার ক্যারিয়ার শুরু করেন। বিটিভিতে ‘ছায়া চাঁদো’ অনুষ্ঠানে উপস্থাপনা করে তিনি বেশ সুখ্যাতি অর্জন করেন। প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ সিনেমা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। তার অভিনীত ‘কি করে বলবো তোমায়, যন্ত্রণা ও তবুও প্রেম দামি’ নামের তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়াও কামরুল হুদা রচিত নির্মাতা কামরুল হাসান সুজনের পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’ এর কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা। ধারাবাহিকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। প্রিয়াঙ্কা গ্রামীণ ফোন, আড়ংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
আপনার মতামত লিখুন :