বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০১:৫১ এএম

১০ বছর পর...

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০১:৫১ এএম

১০ বছর পর...

এক দশক পর বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। মুক্তি পেতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। গত সোমবার কলকাতার নজরুল মঞ্চে সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে জমজমাট উপস্থিতি ছিল দুই তারকার। ফের একবার জনপ্রিয় জুটিকে এক ফ্রেমে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা।
অনুষ্ঠানে হাসি-ঠাট্টা, মজা-মশকরা, আর পুরোনো দিনের স্মৃতিচারণ- সব মিলিয়ে জমে উঠেছিল পরিবেশ। দেব ও শুভশ্রী দুজনেই খোশমেজাজে ছিলেন। এই জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদন তুঙ্গে। তার প্রমাণ মিলেছে ট্রেলার লঞ্চে।


প্রশ্ন পর্ব শুরু হওয়ার আগে ‘ধূমকেতু’ নিয়ে কিছু কথা বলেন দেব। তিনি বলেন, ‘আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এই দশ বছরে আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুকচিরে দেখাতে পারতাম কতটা ভালোবাসি।’ এই কথা বলে সব দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানান অভিনেতা।


অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য। দর্শকদের তরফে আসা প্রশ্নগুলো তিনিই পৌঁছে দেন দুই তারকার কাছে। মঞ্চে দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকদের। সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কিনা! উত্তরে ‘চ্যালেঞ্জ’ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ হেসে ওঠেন সকলে। পাল্টা দেব বলেন, ‘কেন?’ এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, ‘এমনি’। এরপরই একে অপরের দিকে ‘বন্ধুত্বের হাত’ বাড়িয়ে দেন দুজনে।


ইনস্টাগ্রামে একে অপরকে কবে ফলো করবেন? সঞ্চালকের এই প্রশ্নে হেসে ওঠেন দেব-শুভশ্রী। দেব বলে ওঠেন, ‘ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি’, তখনই শুভশ্রী প্রশ্ন করেন, ‘ব্লকটা কে করল?’ এরপরই দুজন নিজেদের ফোন চেয়ে পাঠান। মঞ্চেই একে অপরকে ফলো করলেন দেব-শুভশ্রী।
দর্শকদের উদ্দেশে ধূমকেতু নিয়ে শুভশ্রী বলেন, ‘সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। ৯ বছর পর ধুমকেতুর সেই সময় এসেছে।’ একইসঙ্গে দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, ‘আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনোই খুব বেশি চেষ্টা করিনি। জুটিটা বেঁচে আছে, তোমাদের ভালোবাসায়, সব রকম অনুভূতিতে।’


দীর্ঘ সময় পর দেব-শুভশ্রীকে এক মঞ্চে দেখে চোখ জুড়িয়ে যায় সবার, তা হলো তাদের পোশাকের রংমিলান্তি। কালো পোশাকে ঝলমলিয়ে উঠল স্টেজ। তার থেকেও বেশি খুশি হলেন বোধ হয় অনুরাগীরা।


দেব ও শুভশ্রীকে শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘ধুমকেতু’ সিনেমার শুটিংয়ে। এরপর ব্যক্তিগত কারণেই তারা আর একসঙ্গে কাজ করেননি। কিন্তু দর্শকের কাছে এখনো এই জুটির আলাদা আবেদন রয়েছে।


পর্দার মতো বাস্তবেও প্রেম ছিল তাদের। তবে একসময় সেই প্রেম ভেঙে যায়। এরপর আর প্রকাশ্যে একসঙ্গে দেখা হয়নি তাদের। ১০ বছর পর ফের আরও একবার দেখা মিলল তাদের।
দেব-শুভশ্রীর সম্পর্কটা বিয়েতে গড়ানোর কথা ছিল। অনুরাগীরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন, প্রিয় জুটির বিয়েটা দেখবেন। শুভশ্রীর পরিবারও নাকি দেবকে মেনে নিয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রেমটা ভেঙে যায়। তার কারণ আজও অজানা।


ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব-শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, সংগীত পরিচালক অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং ঈশান মিত্র।
নানা জটিলতা পেরিয়ে ‘ধুমকেতু’ মুক্তি পাচ্ছে আসছে ১৪ আগস্ট। নজরুল মঞ্চে দীর্ঘ আলোচনায় উঠে আসে সিনেমা শুটিংয়ের স্মৃতি কথা। অজস্র মানুষ ভিড় জমিয়েছিলেন সামনে থেকে তাদের একসঙ্গে এক ঝলক দেখার আশায়। এখন অপেক্ষা সিনেমা মুক্তি।
 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!