সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’-এর প্রচার শুরু হচ্ছে আজ থেকে। প্রতি শুক্রবার থেকে সোমবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে নতুন এই ধারাবাহিক নাটকটি। পরিচালক জানান, ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকে দুটি পরিবারের দুটি গল্পই এগিয়ে যাবে।
একটি গল্পে দেখা যাবে, অভিনেতা যাহের আলভী বড় লোক বাবার সন্তান। একটি কারণে বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অনেক কষ্ট করে নিজেই ছোট ব্যবসা শুরু করে। একটা সময় এসে বুঝতে পারে বড় হতে হলে মানুষকে অনেক কষ্ট করতে হয়। আরেক গল্পে দেখা যাবে যে, তিন বেকার মানুষ একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে।
কিন্তু তারা নানান মিথ্যে বলে সেই বাড়িতে ম্যানেজ করেই তিনজন থাকতে শুরু করে। এগিয়ে যায় গল্প। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, নরেশ ভূঁইয়া, শামীমা নাজনীন, ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়. আরফান আহমেদ, রেশমা আহমেদ, সালহা খানম নাদিয়া, যাহের আলভী, নাবিলা ইসলাম, মুসাফির সৈয়দ বাচ্চু, তন্ময় সোহেল, মায়মুনা মম, ইফফাত আরা তিথি’সহ আরও অনেকে। নাটকটিতে অভিনয় করা অন্যতম প্রধান একজন শিল্পী যাহের আলভী বলেন,‘নাটকটির গল্প খুব মজার। এতটুকু বলতে পারি নাটকটি প্রচারে এলেই দর্শকের ভালো লাগা শুরু হবে।
এর আগেও আমি সঞ্জিত দাদার নির্দেশনায় অভিনয় করেছি। তিনি ভীষণ যতœ নিয়ে নাটক নির্মাণ করেন। আশা করছি, ম্যানেজ মাস্টারও দর্শকপ্রিয় হয়ে উঠবে।’
আপনার মতামত লিখুন :