ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

‘মানুষ মিলে, মন মিলে না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১১:২১ পিএম

চলচ্চিত্র অভিনেতা আফফান মিতুল প্রথমবারের মতো অভিনয় করলেন ‘মানুষ মিলে, মন মিলে না’ শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্মে। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত এই গানচিত্রে মিতুলের বিপরীতে জুটি বেঁধেছেন সুরভী এবং সাবা। সম্প্রতি গাজীপুরের খতিব খামার বাড়িতে শেষ হয়েছে এর শুটিং। এটি নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নিলয়। গানটির কথা লিখেছেন এবং গেয়েছেন সুরভী নিজেই। সংগীতায়োজন করেছেন ঋষিকেশ রকি।

এ প্রসঙ্গে আফফান মিতুল রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি মূলত সিনেমার মানুষ। এই কাজটি করার পেছনে অন্যতম কারণ হলো গানচিত্রটির স্ক্রিপ্ট। যেই দেখবেন মনে করবেন ৫-৬ মিনিটের একটি সিনেমা দেখে ফেললেন। একটা ছেলেকে পাওয়ার আশায়, তার প্রেমে পড়ে একটি মেয়ে কি কি করে তা তুলে ধরা হয়েছে এই মিউজিক্যাল ফিল্মে। সবশেষে সেই ছেলেটিই অন্য আরেক মেয়েকে বিয়ে করে। এরপর কি হয় তা দেখতে চোখ রাখতে হবে সুরভী সুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।’

চলতি বছর আফফান মিতুল অভিনীত ‘ময়না’, ‘জংলি’, ‘তা-ব’, ‘ইনসাফ’ ও ‘নীলচক্র’ নামের পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে মিতুলের আরও ৫টি সিনেমা। ‘বেহুলা দরদী’, ‘ব্যাচেলর ইন ট্রিপ’, ‘পিনিক’, ‘মুক্তির ছোট গল্প’ ও ‘মুনাফিক’ নামের সিনেমাগুলোতে মিতুলকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন। ব্যাটেবলে মিলে গেলে মিতুল মিউজিক ভিডিওতে নিয়মিত হতে চান, তবে প্রথম প্রায়োরিটি সবসময় সিনেমাই হবে বলে জানান।