এ প্রজন্মের অভিনেত্রী সামিয়া অথৈ। নাচভিত্তিক টেলিভিশন রিয়্যালিটি শো ‘সেরা নাচিয়ে’র মাধ্যমে ২০১৬ সালে পরিচিতি পান তিনি। তবে নিজেকে শুধু নাচেই সীমাবদ্ধ রাখেননি তিনি, থিতু হয়েছেন অভিনয়ে। নাটক থেকে সিনেমা, সবখানেই রয়েছে তার পদচারণা। এই অভিনেত্রী কিছুদিন আগে শেষ করেছেন শিহাব শাহীনের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। আনন্দ নিয়ে কাজটি করেছেন বলে জানিয়েছেন অথৈ।
বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা জানিয়ে অথৈ দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘ছোটবেলা থেকে শিহাব শাহীনের নির্মাণ দেখে বড় হয়েছি। তার নির্মিত রোমান্টিক নাটক ও সিনেমা দেখে এমন কাজের ইচ্ছে জাগত। বিজ্ঞাপনচিত্রে কাজ করে দারুণ লেগেছে। নির্মাণের প্রতিটি অংশে পেশাদারিত্বের ছাপ পেয়েছি। সবকিছু গোছানো। নাচের একটি অংশও আছে এ বিজ্ঞাপনচিত্রে। তার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। আগামীতেও শিহাব ভাইয়ের সঙ্গে কাজের ইচ্ছা আছে।’ জানা যায়, ‘সুখী’ শীর্ষক একটি অ্যাপের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন অথৈ। গত ৮ আগস্ট শুটিং শেষ হয়েছে। চলতি মাসেই বিজ্ঞাপনচিত্রটি প্রচার হবে। এ প্রসঙ্গে অথৈ জানান, এ অ্যাপের মাধ্যমে মেডিকেলবিষয়ক সহযোগিতা পাবে গ্রাহক। তারা এ সংক্রান্ত পণ্যও কিনতে পারবে অ্যাপের মাধ্যমে।
এদিকে, সামিয়া অথৈ সম্প্রতি নির্মাতা শ্রাবণী ফেরদৌসের নির্দেশনায় প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন জোনায়েদ বোগদাদীর সঙ্গে। মাসুদ আল জাবেরের নির্দেশনায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ফিকশনে অভিনয় করেছেন। সামিয়া বলেন, ‘মাসুদ আল জাবেরের আরেকটি কাজ করেছিলাম। সেটি নারীকেন্দ্রিক ছিল। এবার যেটি করছি সেটিও নারীকেন্দ্রিক। একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। দারুণ একটি কাজ হয়েছে। আর প্রথমবার জুটি বাঁধলাম জোনায়েদের সঙ্গে। এ কাজটিও ভালো হয়েছে। শিগগিরই প্রচার হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন