বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:৫৬ এএম

অভিনেতা অচ্যুত পোতদার আর নেই

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:৫৬ এএম

অভিনেতা অচ্যুত পোতদার আর নেই

বলিউডের ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অধ্যাপকের চরিত্রে ‘আরে কেহনা ক্যা চাহতে হো’-সংলাপে দর্শক মাতানো অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। সোমবার মহারাষ্ট্রের ঠানের জুপিটার হাসপাতালে মারা গেছেন এই অভিনেতা, তার বয়স হয়েছিল ৯১ বছর। পোতদার বার্ধক্যের কারণে শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল ঠানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

১৬ বছর আগে মুক্তি পাওয়া বন্ধুত্বের গল্প নির্ভর ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অচ্যুত পোতদারের ‘আরে কেহনা ক্যা চাহতে হো’-সংলাপটি কেবল মানুষের মুখে মুখে ফিরেছে, তা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের মিমে এই সংলাপ ব্যবহার হয়েছে অহরহ।

পোতদার অভিনয়ে আসার আগেও ছিলেন জড়িত ছিলেন অধ্যাপনা পেশায়। এরপর সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর তিনি ইন্ডিয়ান অয়েলে চাকরি শুরু করেন, সেখানে প্রায় ২৫ বছর উচ্চপদে দায়িত্ব পালন করেন।

সরকারি চাকরি চালিয়ে যাওয়ার পাশাপাশি পোতদার মঞ্চে অভিনয় করতেন। আর বড় পর্দায় পা রাখেন ৪৪ বছর বয়সে। ধীরে ধীরে জায়গা করে নেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। হিন্দি মারাঠি মিলিয়ে ১২৫টির বেশি সিনেমায় পোতদার অভিনয় করেছেন।

সেই তালিকায় রয়েছে ‘আক্রোশ’, ‘আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধসত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টেলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’, ‘ভূতনাথ’, ‘চমৎকার’, ‘ফেরারি কা সওয়ারি’, ‘দামিনী’সহ আরও অনেক সিনেমায় তার অভিনয় প্রশংসা কুড়ায়।

তবে রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি পোতদারের অভিনয় জীবনের মোড় ঘোরানো একটি কাজ। পোতদারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, ভক্ত ও শুভাকাক্সক্ষীরা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!