বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৯:০৪ এএম

দুর্গা রূপে টেক্কা দেবেন কোয়েল-ইধিকা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৯:০৪ এএম

দুর্গা রূপে টেক্কা দেবেন কোয়েল-ইধিকা

টালিউডে শুরু হয়ে গেছে দুর্গাপূজার কাউন্টডাউন। আর মাস খানেক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আশ্বিনের শারদ প্রাতে আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। এ বছর মহালয়া পড়েছে ৭ সেপ্টেম্বর। মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। 

দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা এই নিয়ে কৌতূহল থাকে। আর সে রকমই থাকে একে অপরের সঙ্গে টক্কর ও চমক। আগে শুধু দূরদর্শনে সম্প্রচারিত হলেও বর্তমানে প্রথম সারির চ্যানেলগুলিতে দেখা যায় মহালয়া।

এ বছর ফের জি বাংলার দুর্গা সাজবেন দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। অনুষ্ঠানের নাম ‘জাগো মা জাগো দুর্গা’। এই নায়িকা ছাড়াও জি বাংলার অন্যান্য নায়িকাদের দেখা যাবে দেবীর অনান্য রূপে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। এর আগে এই চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে দেবী চামু-া ও দেবী চন্ডিকা রূপে দেখা গেছে ইধিকাকে। তবে মহিষাসুরমর্দিনী রূপে নায়িকাকে এই প্রথম দেখা যাবে। 

অন্যদিকে, স্টার জলসার মহালয়ার অনুষ্ঠান ‘মাতৃরূপেণ সংস্থিতা’-তে দেবী দুর্গা রুপে দেখা যাবে কোয়েল মল্লিককে। তবে রয়েছে আরও চমক। দুর্গার অন্য রূপে দেখা যাবে এই চ্যানেলের অন্যান্য অভিনেত্রীদের। প্রোমো সামনে আসার পর থেকেই ভালো প্রতিক্রিয়া মিলেছে।

এর আগেও একাধিকবার দেবী দুর্গা রূপে সকলের মনের কাছে পৌঁছেছেন কোয়েল মল্লিক। ২০১৫ সালে জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’’-তে তার কাজ যথেষ্ট প্রশংসিত। এর দু’বছর পর ২০১৭ সালে স্টার জলসার ‘দুর্গা দুর্গতিনাশিনী’ অনুষ্ঠানে দুর্গা সেজেছিলেন নায়িকা। পরের দু’বছর, অর্থাৎ ২০১৮, ২০১৯, ২০২১, ২০২৩ ও ২০২৪ সালেও মহালয়াতে দেবী দুর্গা রূপে সামনে আসেন তিনি।

এ বছর সান বাংলাতে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে পায়েল দে-কে। এই চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানের নাম ‘অকাল বোধন’। পায়েলকে অনেকবারই দুর্গা রূপে টেলিভিশনের পর্দায় দেখা গেছে এর আগে। মাঝে কিছু বছর বিরতি ছিল। সান বাংলার হাত ধরে ফের অভিনেত্রীকে মহিষাসুরমর্দিনী রূপে দর্শক দেখতে চলেছে।

‘মহিষাসুরমর্দিনী’-তে দুর্গা রূপে সামনে আসা এতটাই কঠিন কাজ যে, একটু এদিক-ওদিক হলেই তীব্র সমালোচনার ভয় থাকে। কিন্তু দুর্গা রূপে কোয়েল যথেষ্ট সাবলীল। এদিকে, পায়েলও একাধিকবার দুর্গা সেজেছেন। মহিষাসুরমর্দিনী রূপে ইধিকার হাতেখড়ি হলেও তার জনপ্রিয়তা দারুণ। টেলিভিশন থেকে উঠে আসা নায়িকা এখন বড় পর্দায় চুটিয়ে কাজ করছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!