ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

দর্শক নিখুঁত থ্রিলার গল্পের স্বাদ পাবে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৮:১২ এএম

মডেল-অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। গল্পনির্ভর নাটকে দেখা যায় তাকে। সম্প্রতি অভিনয় করেছেন ‘বিনোদিনী’ নামের একটি থ্রিলার ওটিটি কনটেন্টে। যেখানে তাকে দেখা যাবে গ্ল্যামার দুনিয়ার একজন অভিনেত্রীর চরিত্রে। এটি পরিচালনা করেছেন সৈয়দ ফরহাদ।

এর গল্পে দেখা যাবে, এক রাতের ঘটনা। দুটো ভিন্ন জগতের মানুষ সাধারণ অতিথিশালার কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। ভাগ্য তাদের এমন এক ভয়ানক মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা নেই। এরপর একের পর এক ঘটতে থাকা লোমহর্ষক সব ঘটনা।

এ প্রসঙ্গে প্রিয়ন্তী উর্বী বলেন, ‘দর্শকরা একটি নিখুঁত থ্রিলার গল্পের স্বাদ পাবে। গল্পটি সাসপেন্সে ভরা। বাস্তব চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক নিরাশ হবে না।’ 

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ। গল্পের পলাশ কি পারবে এই রহস্যের জাল ভেদ করে সত্যটা খুঁজে বের করতে, নাকি এশার সঙ্গে সেও হারিয়ে যাবে অপরাধের গভীর অন্ধকারে? এক মৃত্যু এবং দুই জীবনের অমীমাংসিত সমীকরণ আর টানটান উত্তেজনার এই থ্রিলার গল্পে নির্মিত ‘বিনোদিনী’ গতকাল রাতে বঙ্গতে মুক্তি পেয়েছে।