ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

লন্ডন মাতাবেন অনুপ জালোটা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৫২ এএম
অনুপ জালোটা

ভারতীয় সংগীতের উল্লেখযোগ্য ধারা ভজন এবং উর্দু গীতধারা গজলের খ্যাতিমান ভারতীয় গায়ক অনুপ জালোটা। ভজনে অসামান্য দক্ষতা ও নিপুণতার জন্য তিনি ভজন সম্রাট নামে আখ্যায়িত হয়েছেন। 

প্রথমবারের মতো লন্ডন মাতাবেন অনুপ জালোটা। আসছে ২১ সেপ্টেম্বর ‘লন্ডন গজল নাইট উইথ অনুপ জালোটা’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে বাঙালি কমিউনিটির জন্য গাইবেন তিনি।

নন্দন আর্টসের আয়োজনে অংশ নিতে পারে ভীষণ উচ্ছ্বসিত অনুপ। এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। ছোটবেলা থেকে সংগীতের প্রতি আকর্ষণ ছিল তার। ভক্তিমূলক গানের জন্যই মূলত জনপ্রিয়তা পান অনুপ। পাশাপাশি তাকে অভিনয়ে দেখা যায়।