বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আরফান হোসাইন রাফি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৪২ এএম

স্বপ্নপূরণে উচ্ছ্বসিত শামীম

আরফান হোসাইন রাফি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৪২ এএম

স্বপ্নপূরণে উচ্ছ্বসিত শামীম

বাংলাদেশের একজন কিংবদন্তি ও বহুমাত্রিক অভিনেতা মোশাররফ করিম। তার অসাধারণ অভিনয় দক্ষতা, বাস্তবধর্মী সংলাপ প্রয়োগ এবং অভিনয়ের মাধুর্যে মুগ্ধ হয়ে স্বাভাবিকভাবেই তার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন অসংখ্য শিল্পী। সেই স্বপ্নই এবার পূরণ হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের।

অনেক আগে থেকেই মোশাররফ করিমের ভক্ত শামীম হাসান সরকার। বহুদিন ধরে তার সঙ্গে অভিনয়ের অপেক্ষায় ছিলেন তিনি। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটল সোহেল হাসান পরিচালিত নাটক ‘জামাই টক্কর’-এর মাধ্যমে।

নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে অভিনয় করব, এটা অভিনেতা হওয়ার পরও আমার স্বপ্নই ছিল। আলহামদুলিল্লাহ, স্বপ্নটা পূরণ হয়েছে। দারুণ কিছু হবে ইনশাআল্লাহ। আমি সৌভাগ্যবান, আমি যার ভক্ত, তার সঙ্গেই অভিনয় করতে পেরেছি। মোশাররফ করিম একজনই। অভিনয় মুগ্ধ হয়ে উপভোগ করেছি। সোহেল হাসান ভাইকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।’

এ বিষয়ে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে আলাপকালে শামীম হাসান বলেন, ‘আমার অনেক ভালো লাগছে, কারণ আমি অভিনেতা হওয়ার পরও মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করাটা আমার স্বপ্নই ছিল। যদিও তার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে একবার কয়েকটি সিকোয়েন্সে একসঙ্গে কাজ করেছি। তবে এবার কমেডি গল্পে পুরো নাটকজুড়েই আমরা একসঙ্গে অভিনয় করেছি। ভাইয়া অনেক দারুণ মানুষ, সবার সঙ্গেই অনেক আন্তরিক। আমাকে খুব স্নেহ করেন। এই কাজটার মাধ্যমে অনেক কিছু শিখেছি। আসলে আমরা যারা কাজ করি তারা শুধু কাজটাই করি। কিন্তু সিনিয়রদের সঙ্গে কাজ করলে শেখার সুযোগ তৈরি হয়। এই সুযোগ আমি আরও পেতে চাই।’

যোগ করে তিনি আরও বলেন, ‘মোশাররফ ভাই কখনো নতুন কিংবা পুরোনো শিল্পী দেখে বিচার করেন না, সবার সঙ্গেই সমান আন্তরিক। তাই তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার কাছে বিশেষ প্রাপ্তি। দর্শক সবসময়ই কোলাবোরেশন পছন্দ করে। আশা করি, দর্শকরা আমাদের এই কাজে অনেক খুশি হবেন। খুব শিগগিরই নাটকটি প্রচারে আসবে ইনশাআল্লাহ। আশা করি, দর্শকরা আমাদের এই কাজ উপভোগ করবেন।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!