রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনা সম্প্রতি কালিগঞ্জের উলুখোলার বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে একক নাটক ‘নিয়তি’। এতে অভিনয় করেছেন শিবলী নোমান, জান্নাতুন নূর মুন, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমে, ফরিদ হোসাইন, স্নিগ্ধা হোসাইন, সুব্রত চক্রবতী প্রমুখ।
পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘মানুষের ভাগ্যে কখন কী ঘটে, কেউ আগে থেকে জানে না। ক্ষেত্র বিশেষে একে অপরকে দোষারোপ করে, যদিও এর পেছনের গল্প থাকে ভিন্ন। মিল না হলে যেমন এক ছাদের নিচে বাস করা যায় না, তেমনি অমিল সম্পর্কও একসময় অলৌকিকভাবে মিল হয়ে যায়। এমনই সৌন্দর্যের গল্প নিয়তি।’
নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘নিজের ইচ্ছেমতো সবসময় সবকিছু ঘটে না। যেটা ঘটে, সেটাই নিয়তি। আর এমন নিয়তির গল্পেই রয়েছে মানুষের জীবনের নানা হিসাব-নিকাশ। যে হিসাব কখনো মিলে, কখনো মিলে না।’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।