কলকাতার অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। ‘মাইকেল’, ‘ফাঁস’, ‘চল কুন্তল’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই অভিনেত্রীকে দেখা গেছে কয়েকটি ধারাবাহিকেও। ঢাকার ‘ক্যাপ্টেন খান’ ও ‘গ-ি’ নামের সিনেমা দুটিতে দেখা গেছে। পাশাপাশি মিউজিক ভিডিওতে দেখা যায়। দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও নিয়মিত কাজ করছেন এ অভিনেত্রী। এবার প্রযোজনায় নাম লেখালেন পায়েল। জি ফাইভের মাইক্রো সিরিজ দিয়ে তার ‘অ্যাননিমাস ফিল্মস’-এর যাত্রা শুরু। ওপার বাংলা থেকে এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
পায়েলের প্রযোজনায় ‘ডাকঘর’খ্যাত অভ্রজিৎ সেনের পরিচালনায় আসছে ‘চেকমেট’। অভিনয়ে রয়েছেন রণজয় বিষ্ণু, মানালি দে ও দেবাদৃতা বসু।
পায়েল বলেন, ‘নতুন গল্প বলতে চাই। সে ভাবনা থেকেই প্রথমবারের মতো প্রযোজনায় আসা। ধারাবাহিকতা বজায় থাকবে। আমি মনে করি, একজন প্রযোজক কেবল ফিন্যান্সার নয়, তাকে ক্রিয়েটিভও হতে হয়।’
অভিনেত্রীর কথায়, ‘নানা ধরনের কাজ করার সম্ভাবনা তৈরি করতে চাই, নতুন শিল্পীদের তুলে ধরব। তাই একটা পদক্ষেপ নিলাম। এরপরে জি ফাইভের সঙ্গে ওয়েব সিরিজের কথাও চলছে।’
বাংলা ছাড়াও হিন্দি, মালয়ালম, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন পায়েল। সম্প্রতি তার অভিনীত ‘চোখের বালি’ অনুপ্রাণিত হিন্দি সিরিজ ‘কসক’-এ ‘আশালতা’র চরিত্রে অভিনয় করেছেন।
‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’খ্যাত অভিনেত্রী জানালেন, আরও কিছু হিন্দি প্রজেক্টের কথা চলছে। ক্রমেই প্রকাশ্য। কাজ করতেন চান বাংলাদেশের সিনেমাতেও।