দর্শকপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। একসময় ছোট পর্দায় নিয়মিত কাজ করলেও কয়েক বছর ধরে অনিয়মিত তিনি। এখন চলচ্চিত্রে কাজ করছেন বেছে বেছে। চলতি বছরের শুরুর দিকে প্রথমবারের মতো ব্যতিক্রমী একটি সিনেমায় অভিনয় করেছেন। নাম ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এ সিনেমায় অভিনয় করেছেন যাত্রাশিল্পীরা। আর শহরের গ্ল্যামারাস প্রিন্সেস রোজি চরিত্রে আছেন ভাবনা। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ আসলাম। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায়।
সাবলীল অভিনয় দিয়ে নজর কাড়লেও সব ধরনের সিনেমায় অভিনয় করতে চান না ভাবনা। নিজেকে যুক্ত করতে চান ভালো চরিত্রে আর গল্পনির্ভর সিনেমায়। ল্যান্ড অব দ্য প্রিন্সেস সিনেমার গল্পটা পড়ে তার মনে হয়েছে, এটা আর দশটা সিনেমার মতো নয়। ভাবনা বলেন, ‘আমার ফিলোসফির সঙ্গে সিনেমার ভাবনাটা বেশ যায়। আমি মনে করি, উই লস্ট আর্ট ফর্ম ইন দিস গ্ল্যামারস ওয়ার্ল্ড। যাত্রাশিল্পটার বেলাতেও তা-ই ঘটছে। সেই গল্প তুলে এনেছেন পরিচালক। আমি পরিচালককে বিশ্বাস করেছি, গল্পটাকে বিশ্বাস করেছি, আমার চরিত্রটাকে বিশ্বাস করেছি। নিজেকে চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে ৯ কেজি ওজন বাড়িয়েছি। আমি শাস্ত্রীয় নৃত্যশিল্পী, কিন্তু এ সিনেমার জন্য প্রিন্সেসদের যে নাচ, সেটা আয়ত্ত করেছি। সহশিল্পীরা সবাই যাত্রাশিল্পী হওয়ায় নিজেকে প্রিন্সেস হিসেবে তৈরি করাটা সহায়ক হয়েছে। আমার বিশ্বাস, সিনেমাটি সব মিলিয়েই স্পেশাল হয়ে উঠবে। দর্শকদের মনে ভাবনার খোরাক জোগাবে। ভালো একটি গল্পে কাজ করেছি। আমি সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী।’
নির্মাতা জানান, চলতি বছরের শেষ দিকে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। উৎসব ঘুরে এসে আগামী বছর দেশে মুক্তি পাবে ল্যান্ড অব দ্য প্রিন্সেস।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুরের গোবিন্দপুর দিয়ে সিনেমার শুটিং শুরু হয়ে শেষ হয়েছে অনেক আগেই। ভাবনা ছাড়া এতে আরও অভিনয় করেছেন অরবিন্দু মজুমদার, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখ প্রমুখ।