কথাসাহিত্যিক ইকবাল খন্দকার সাহিত্যচর্চার পাশাপাশি উপস্থাপনা করে চলেছেন নিয়মিত। বর্তমানে তিনি তিনটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনটি টিভি চ্যানেলে। বিটিভি ঢাকা কেন্দ্রে তার উপস্থাপনায় দীর্ঘদিন ধরে প্রচার হয়ে আসছে ‘গল্প গানের প্রহর’ নামে একটি সংগীতানুষ্ঠান।
যেখানে উপস্থিত থাকেন জনপ্রিয় সংগীতশিল্পীরা। এই অনুষ্ঠানের আগামী পর্ব প্রচার হবে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে। আর এই পর্বের অতিথি সংগীতশিল্পী কিশোর ও বিউটি। একই দিন রাত ৮টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে ইকবাল খন্দকারের আরেকটি অনুষ্ঠান। যে অনুষ্ঠানের নাম ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আর অনুষ্ঠানটির নিবেদক আলোঘর প্রকাশনা।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন দেশবরেণ্য ব্যক্তিরা। শিক্ষা-সংস্কৃতি এবং শিল্পাঙ্গনে রয়েছে যাদের বিশেষ অবদান। এই অনুষ্ঠানের এবারের পর্ব তথা ২৫তম পর্বের অতিথি রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফুটবলার কায়সার হামিদ।
পরদিন অর্থাৎ সোমবার বিকেল ৪টায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রচার হবে ইকবাল খন্দকারের আরেকটি অনুষ্ঠান। ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে নির্মিত ‘ঢাকায় থাকি’ শিরোনামের এই অনুষ্ঠানের এবারের পর্ব তথা চতুর্থ পর্বের অতিথি তরুণ রাজনীতিবিদ উমামা ফাতেমা।
অনুষ্ঠান তিনটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘আমি প্রথম থেকেই চেষ্টা করে আসছি গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু করার জন্য। আর সেই চেষ্টারই বহিঃপ্রকাশ তিনটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলোর বিগত পর্বগুলো দর্শকনন্দিত হয়েছে। আশা করছি, প্রচারের অপেক্ষায় থাকা পর্বগুলো দর্শকের মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন