রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০১:২৮ এএম

আসছে ‘ক্যাফে সোসাইটি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০১:২৮ এএম

আসছে ‘ক্যাফে সোসাইটি’

বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ সিটকম সিরিজ ‘ক্যাফে সোসাইটি’। এ প্রযোজনার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নোরাহ গ্লোবাল মিডিয়া। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সিরিজটি ঘোষণা করা হয়। সিরিজটি পরিচালনা করবেন নির্মাতা মাসুদ আল জাবের।

গল্পটি একটি ক্যাফেকে ঘিরে, যেখানে চার বন্ধু নিয়মিত আড্ডা দেয়। সেই ক্যাফেতে নানা ধরনের মানুষ আসে কেউ পরিচিত, কেউ নতুন। তাদের জীবনের আনন্দ, সমস্যা আর স্বপ্ন গল্পগুলোই হাস্যরসের মাধ্যমে দেখা যাবে এ সিরিজে।

সিরিজের একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন সৈয়দ জামান শাওন। তিনি বলেন, ‘আমাদের চার বন্ধু নিয়মিত ওই ক্যাফেতে সময় কাটাই। সেখানে প্রতিদিন নানা ধরনের মানুষ আসে কেউ পরিচিত, কেউ নতুন। তাদের জীবনের মজার গল্প, ছোটখাটো সংকট আর স্বপ্নের কথাগুলোই এখানে কমেডির মাধ্যমে ফুটে উঠবে।’

সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল ম-ল। এ অভিনেতা বলেন, ‘দর্শকেরা আমাকে সবসময় সিরিয়াস চরিত্রে দেখেন। এবার কমেডি কিছু করার চেষ্টা করছি, তাও সিচুয়েশন কমেডি। গল্প আর চরিত্র ভালো লেগেছে, বাকিটা পর্দায় এলে দর্শকেরা বলতে পারবেন।’

সিরিজটির প্রযোজক রাজু মহাজন বলেন, ‘ক্যাফে সোসাইটি আমাদের সময়ের প্রতিচ্ছবি। আমরা এমনভাবে এটি তৈরি করছি, যেন কয়েক বছর পর কেউ এটি দেখে ২০২৫ সালের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাকে বুঝতে পারে। রাজনীতি, সংস্কৃতি থেকে শুরু করে মানুষের জীবনযাপন সবকিছুই থাকবে এ গল্পে, তবে মজার ছলে।’

বাংলাদেশে এটি তাদের প্রথম প্রযোজনা হলেও নোরাহ গ্লোবাল মিডিয়া যুক্তরাষ্ট্রে বই প্রকাশনা ও তথ্যচিত্র নির্মাণে যুক্ত ছিল। রাজু মহাজন জানান, সামনে আরও কয়েকটি ওয়েব সিরিজ এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নেপাল ও ভারতে কার্যক্রম সম্প্রসারণের প্রস্তুতিও চলছে।

নির্মাতা মাসুদ আল জাবের বলেন, ‘এটা মূলত মানুষের জীবনের ছোট ছোট বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি। গল্পটা খুব সহজ, কিন্তু দর্শক হাসির আড়ালে অনেক সত্য খুঁজে পাবেন। এ ঘরানায় বাংলাদেশে এর আগে এভাবে কাজ হয়নি।’

প্রথম মৌসুমে থাকবে ১৫টি পর্ব, প্রতিটি প্রায় ১৮ মিনিট দীর্ঘ। ঢাকায় এরই মধ্যে শুটিং শুরু হয়েছে। সিরিজটির আরও বিভিন্ন চরিত্রে দেখা যাবে হাসনাত রিপন, আহসান কবির, এইচ এম নূর, সুজন খান, দিলীপ গোমেজ, সারা গোমেজসহ আরও অনেককে।

মাসুদ আল জাবের এর আগে ‘রাজা মাস্তান’, ‘স্পর্শে আছ তুমি’, ‘তখন এই সময়ে’, ‘জেরিন’, ‘ইতি শিউলি’ এবং জনপ্রিয় সিরিজ ‘ফার্মগেট’-এর মতো কাজ পরিচালনা করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!