ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

হিমির স্বপ্ন নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:০৫ এএম

ছোট পর্দার দর্শকপ্রিয় ও মেধাবী অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের জগতে নিজের অভিনয় দিয়ে অর্জন করেছেন বিশেষ স্থান। পর্দায় প্রাণবন্ত উপস্থিতি, চরিত্রে নিবিড়ভাবে মিশে যাওয়ার ক্ষমতায় দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। একের পর এক সফল কাজ দিয়ে তিনি হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।

কাজ দিয়ে হিমি সাধারণত আলোচনায় থাকলেও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে তেমন দেখা যায় না। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ পর্যন্ত যে কয়টি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি, সেগুলোর প্রায় সবখানেই আমাকে পারফর্ম করতে বলা হয়েছে। আমার মনে হয়েছে, ফ্রি পারফর্ম করলে তবেই হয়তো আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমি মনে করি, একটা অ্যাওয়ার্ডের জন্য সেখানে পারফর্ম করা আর সেই অ্যাওয়ার্ড গ্রহণ করা খুব একটা যুক্তিসঙ্গত না। পারফর্ম না করেও যদি আমার কাজের স্বীকৃতি হিসেবে কেউ অ্যাওয়ার্ড দেয়, সেটা আমি অবশ্যই গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘অ্যাওয়ার্ড পাওয়ার ইচ্ছাটা আমার ছোটবেলায়ই পূরণ হয়েছে। ছোটবেলা থেকেই আমি গান, নাচ; আবৃত্তি করতাম। তখন জাতীয় পর্যায়ে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি। তাই এখন আর সেই রকম ইচ্ছা কাজ করে না, বিশেষ করে ফ্রিতে পারফর্ম করে অ্যাওয়ার্ড নিতে।’

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে বড় পর্দায় দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে হিমি বলেন, ‘ছোট পর্দার সব নায়িকারা যদি সিনেমায় চলে যায়, তাহলে নাটক করবে কে? আমার কাছে মনে হয় নাটকই আমার জায়গা। আমি নাটক নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি এবং অভিনয়টা উপভোগ করি। আপাতত বড় পর্দা নিয়ে কোনো পরিকল্পনা নেই।’

প্রত্যেকটি শিল্পীর স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করবে, এমন স্বপ্ন আছে কিনা জানতে চাইলে হাসিমুখে হিমি বলেন, ‘আমাকে যদি স্বপ্ন দেখতে বলা হয়, আমি আরও বড় স্বপ্ন দেখি। আমার মনে হয়, একদিন হলিউড বা নেটফ্লিক্সের মতো আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করব। যদি স্বপ্নের কথা বলা হয়, আসলে যখনই কোনো সিনেমা দেখি, নিজেকে সেই চরিত্রে ভাবি, যদি এই চরিত্রটা পেতাম, তাহলে আরও ভালোভাবে করতে পারতাম। কিন্তু এখন সিনেমা নিয়ে তেমন কোনো ইচ্ছা কাজ করছে না।’

সম্প্রতি কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর বিচার কার্যক্রম শুরু হয়েছে এই প্রসঙ্গে মতামত জানতে চাইলে হিমি বলেন, ‘একটা দিক থেকে এটা ভালো যে, এত বছর পর হলেও একটা অমীমাংসিত হত্যা বা আত্মহত্যা যেটাই হোক না কেন, তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এখনো জানি না আসল সত্য কী। তাই শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও আমি চাই এই মামলার সুষ্ঠু বিচার হোক।’