বেশ কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী-উপস্থাপিকা দিঠি আনোয়ার। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে তার দেশে ফেরার কথা রয়েছে। এরই মধ্যে গত সোমবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গ্লাসকো মিডল স্কুল মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন দিঠি। একইমঞ্চে আরও সংগীত পরিবেশন করেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও দেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আতিয়া আনিসা।
বিশেষ এই অনুষ্ঠানটি আয়োজন করেন ‘৭১ ফাউন্ডেশন’-এর কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেশের গুণী অভিনেত্রী ও নির্মাতা তানিয়া আহমেদ। অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের বাংলা গানের অবদান নিয়ে আলোচনা করা হয়। আর এর পরপরই মঞ্চে ওঠেন দিঠি আনোয়ার।
মঞ্চে উঠেই দিঠি আনোয়ার শুরুতেই পরিবেশন করেন ‘এই মন তোমাকে দিলাম’ ও ‘ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকোনা’ গান দুটি। এরপর শুরু হতে থাকে দর্শকের অনুরোধের পালা। এরপর দিঠি একে একে পরিবেশন করেন ‘যে ছিল দৃষ্টির সীমানায়’সহ ‘তুমি চোখের আড়াল হও’, ‘যদি বউ সাজোগো’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘তোমাকে চাই আমি আরও কাছে’সহ ফোক ম্যাশাপ।
দিঠি আনোয়ার বলেন, ‘এবার যুক্তরাষ্ট্রে আসার পর মেরিল্যান্ডে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলাম। এই নিয়ে আমার দ্বিতীয় সংগীত পরিবেশনা। যখন একের পর এক সংগীত পরিবেশন করছিলাম সবাই আসলে আব্বুর লেখা গানগুলোই আমাকে গাইতে অনুরোধ করছিলেন। আমারও ভীষণ ভালো লাগছিল দর্শকের কাছ থেকে আব্বুর লেখা গান গাওয়ার অনুরোধ আসায়। আর আসিফ ভাইয়ের সঙ্গে একমঞ্চে গান গাইতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করেছে।’

