ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী বেশ কয়েক বছর ধরে বেছে বেছে কাজ করছেন। আগের মতো কাজ করছেন না নাটকে। বলা যায়, কালেভদ্রে নাটকে দেখা মেলে তার। এরই মধ্যে ছোট পর্দার এই অভিনেত্রী নাম লেখিয়েছেন বড় পর্দায়।
তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় মালতি’। অবশ্য এর আগেই, মেহজাবীন অভিনয় করেন ‘সাবা’ সিনেমায়। যা মুক্তি পায় চলতি বছর ২৬ সেপ্টেম্বর। দুটি সিনেমা বিদেশে প্রশংসিত হলেও দেশের প্রেক্ষাগৃহে সেভাবে সাড়া ফেলতে পারেনি। ব্যবসায়িক দিক দিয়ে হোঁচট খেয়েছে বলে জানা গেছে।
এরপর থেকে নতুন কাজের খবরে নেই এই অভিনেত্রী। সদ্য খবর রটে, নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ থাকছেন তিনি। তবে মেহজাবীন চৌধুরী দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন খবরটি সঠিক নয়।
তিনি বলেন, ‘আমি দম সিনেমায় থাকছি না, খবরটি সঠিক নয়। নতুন কাজে যুক্ত হলে জানাব। এর মধ্যে নতুন কাজ করিনি। আর এই মুহূর্তে বলার মতো কাজও নেই। আমি দম-এ নেই এটাই চূড়ান্ত।’
নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। তারপর থেকেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এবার পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন।
মেহজাবীনের ক্যারিয়ারে প্রথম দুই সিনেমা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছেন। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘সাবা’ ও ‘প্রিয় মালতি’। দুটি সিনেমাই তাকে এনে দিয়েছে সম্মাননা ও স্বীকৃতি। তবে এই দুই সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে যুক্ত হচ্ছেন কিনা, তা নিয়ে আপাতত কিছু বলতে নারাজ তিনি। সবকিছু চূড়ান্ত করেই জানাতে চান এই অভিনেত্রী।

 
                            -20251030014500.webp) 
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251030020737.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251030020059.webp) 
       -20251030020010.webp) 
       -20251030015911.webp) 
       -20251030015824.webp) 
       -20251030015721.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন