পরিবারের চাপে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হন নওগাঁর রুখসানা বেগম রুপা। সম্ভ্রান্ত পরিবারে বেড়ে উঠলেও এখন রাস্তাঘাট তার আসল ঠিকানা। সপ্তাম শ্রেণিতে পড়াকালীন পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের কিছুদিন পর একটি মামলায় রুপার স্বামীকে যেতে হয়েছিল কারাগরে। সেই সুযোগে রুপাকে জোর করে স্বামীকে তালাক দিতে বাধ্য করেন তার পরিবার। পরিবারের চাপে তালাকনামায় সই করলেও মন থেকে কখনোই স্বামীকে ভুলতে পারেননি রুপা।
ডিভোর্সের পরও সবার চোখ ফাঁকি দিয়ে প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা করতে কারাগারে ছুঁটে যেতেন রুপা। তবে আট বছর পর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সেই ভালোবাসার মানুষটির সঙ্গে নববূধুকে দেখতে পেয়ে থমকে যায় রুপার জীবন। সেসময় তিন মাস নিজ ঘরে নিজেকে বন্দি রাখেন তিনি। একপর্যায়ে মানসিক ভারসাম্য হয়ে পড়েন রুপা। মানসিক ভারসাম্যহীন রুপা বাড়িতে বন্দি অবস্থায় জীবন-যাপন করলেও বাবা-মা মারা যাওয়ার পর ভাইদের কাছে আর ঠাই হয়নি অসহায় রুপার।
বাড়ি থেকে বের করে দিলে দশ বছর ধরে রাস্তাতেই দিন-রাত কাটছে তার। একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদনটি প্রচারে এলে নজরে আসে দর্শকপ্রিয় নাট্যনির্মাতা জাকিউল ইসলাম রিপনের। তিনি বাস্তব এই ঘটনাটি পর্দায় ফুটিয়ে তোলার আশা ব্যক্ত করলে প্রযোজক ও অভিনয়শিল্পীরা কাজটি করতে আগ্রহী হয়।
‘পাগলী’ নামের নাটকটিতে রুপা চরিত্রে রয়েছেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। তার বিপরীতে স্বামীর চরিত্রে আছেন চলতি সময়ের অভিনেতা মীর রাব্বি। ‘পাগলী’ নাটকের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা। নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন। সম্প্রতি পূবাইলের ভাদুনে নাটকটির দুই দিনের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। আরেক দিন দৃশ্য ধারণ করলেই কাজটি শেষ হবে বলে নির্মাতা জানান।
এ প্রসঙ্গে পরিচালক জাকিউল ইসলাম রিপন দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি সবসময় ব্যতিক্রম ঘরানার গল্প নিয়ে কাজ করি। এই গল্পটি যখন নজরে আসে তখন আমাকে নাড়া দেয়। এরপর এ নিয়ে জানার চেষ্টা করি। গবেষণা করেই কাজটি করছি। বাস্তব ঘটনাটা নিয়ে আমাদের মতো করে নাটকীয় রূপ দিয়েছি। কাজটি অহনা ও আমার স্বপ্নের প্রজেক্ট। আমরা চেষ্টা করছি, গল্পটি ঠিকভাবে পর্দায় তুলে ধরার। প্রচারে এলে দর্শক প্রতিক্রিয়া পেলে বলতে পারব কতটুকু পেরেছি। তবে কাজটি আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান গোল্লাছুট আমাদের কাজটি করতে পাশে থাকায় কৃতজ্ঞতা জানাই। আশা করছি, নাটকটি প্রচারে এলে গল্প ও সবার অভিনয় ছুঁয়ে যাবে।’
অহনা রহমান বলেন, ‘সবসময় নারী কেন্দ্রীক গল্প আমাকে টানে। বেছে বেছে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার চেষ্টা অনেক দিন ধরেই, গল্পনির্ভর কাজে নিজেকে যুক্ত রাখছি। সত্যিকারের ঘটনা নিয়ে নাটকটি। নাটকটিতে আমি রূপা চরিত্রে অভিনয় করেছি। প্রতিবেদনটি দেখে কাজটি করতে দ্বিতীয়বার ভাবিনি। পাগলী নিয়ে আমরা আশাবাদী।’
মীর রাব্বি বলেন, ‘অহনা একজন সুঅভিনেত্রী। আমি সবসময় ভালো অভিনয় শিল্পীর সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকি। আর এই গল্পটি দারুণ। বাস্তব ঘটনাটি আমরা চেষ্টা করেছি পর্দায় ফুটিয়ে তুলতে। আশা করছি, নাটকটি দেখে দর্শক নিরাশ হবেন না।’
‘পাগলী’ নাটকটিতে আরও অভিনয় করেছেন লিজা মিতু, রকি খান, সেলজুক, সিদ্দিক মাষ্টার, রতœা খান, আরমান হেসেন প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, অচিরেই গোল্লাছুট ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

 
                            -20251030014646.webp) 
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251030020737.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251030020059.webp) 
       -20251030020010.webp) 
       -20251030015911.webp) 
       -20251030015824.webp) 
       -20251030015721.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন