বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:৩৯ এএম

ইমন সাহার প্রথম মিউজিক্যাল ফিল্ম

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:৩৯ এএম

ইমন সাহার প্রথম মিউজিক্যাল ফিল্ম

সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। প্রথমবারের মতো তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রুপালি পর্দায়। বাবা সত্য সাহাও ছিলেন বিখ্যাত সংগীত পরিচালক। ইমনের পরিচালিত প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘সাইলেন্স: অ্যা মিউজিক্যাল জার্নি’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।

এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সিনেমাটির প্রদর্শনীর হল তালিকাও। জানা গেছে, ‘সাইলেন্স’ চলবে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায়। এ ছাড়া প্রদর্শিত হবে ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে।

গ্রামের এক বাউল পরিবারের মেয়ের সংগীতযাত্রা ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। গানের টানে গ্রাম থেকে শহরে আসা মেয়েটি নানা সংগ্রামের মধ্য দিয়ে পাড়ি দেয় জীবনের বাস্তবতা। শহরের আলো-ঝলমলে জগতে প্রবেশ করে সে। আর ক্রমে হারিয়ে ফেলে নিজের সহজ-সরল গানের সত্তা।

ইমন সাহা বলেন, ‘একটি গ্রামের মেয়ের সংগীতযাত্রার গল্প। সে লোকশিল্পী বাবার কাছ থেকে দোতারা আর গান শেখে। তার কণ্ঠে গ্রামের মাটির গন্ধ, কিন্তু হৃদয়ে শহরের স্বপ্ন। পরিবারের আপত্তি আর সমাজের বাঁধা পেরিয়ে সে বাবাকে রাজি করায় এবং শহরে আসে নিজের কণ্ঠকে বড় মঞ্চে তুলে ধরতে। শহরের ব্যস্তজীবনে সে শুরু করে নতুন সংগ্রাম আর নিজের জায়গা করে নেওয়ার লড়াই। তার গান সংগীত পরিচালকের কানে পৌঁছে, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার খ্যাতির পথচলা। সে ধীরে ধীরে হয়ে ওঠে দেশের জনপ্রিয় রকস্টার। তবে খ্যাতির আলোতেও তার ভেতরে জাগে প্রশ্ন, সে কি নিজের শিকড়কে ভুলে যাচ্ছে; নাকি সেই সুরের ভেতরেই খুঁজে পাচ্ছে নিজের সত্য পরিচয়?।’

সিনেমাটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

ইমন সাহার বাবা সত্য সাহাও সংগীতের পাশাপাশি নির্মাণের সঙ্গেও জড়িত ছিলেন। পরিচালনা না করলেও ডজনখানেক সিনেমা প্রযোজনা করেছেন তিনি। একাধারে সংগীতশিল্পী, সংগীত পরিচালক, সুরকার হিসেবে খ্যাতি অর্জনের পর ইমন সাহা এখন পরিচালক হিসেবে হাজির হচ্ছেন দর্শকের মাঝে।

রূপালী বাংলাদেশ

Link copied!