বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:৪১ এএম

শক্তিশালী নারী চরিত্রে বড় সুযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:৪১ এএম

শক্তিশালী নারী চরিত্রে বড় সুযোগ

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দেশ ও দেশের বাইরে প্রশংসিত এই অভিনেত্রী সাময়িক বিরতি পেরিয়ে আবারও নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। এবার তাকে দেখা যাবে সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক নারীর চরিত্রে। সিনেমাটির নাম ‘ট্রাইব্যুনাল’। ক্রাইম থ্রিলার ও কোর্টরুম ড্রামা ঘরানার গল্পে তা পরিচালনা করছেন রায়হান খান।

নতুন সিনেমা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ ও দৃঢ়তা আমাকে নাড়িয়ে দিয়েছে। এমন শক্তিশালী নারী চরিত্রে কাজ করা একজন অভিনেত্রীর জন্য বড় সুযোগ। আমি চাই দর্শকরা আমাকে এই চরিত্রে নতুনভাবে দেখুক।’

বাচবিচার না করে একাধিক সিনেমায় কাজ করেছেন। এখন কাজের ক্ষেত্রে মানের দিকটা বেশি দেখেন তিনি। তাই ভেবেচিন্তে মনে রাখার মতো গল্পে মনোযোগী এই অভিনেত্রী। ফারিয়ার কথায়, ‘এখন সিনেমার থেকে সিনেমার গল্প নিয়ে বেশি ভাবি। গল্পের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই, যা শুধু বিনোদন নয়, ভাবনার খোরাক জোগায়। এখন এমন কিছু করতে চাই, যা আমাকে একজন সম্পূর্ণ পারফরমার হিসেবে সংজ্ঞায়িত করবে। বিশ্বাস করি, শিল্পী হিসেবে উন্নতি মানে শুধু কাজের পরিমাণ নয়, মানের গভীরতাও। তাই প্রতিটি প্রজেক্টে আমি আরও যতœ নিচ্ছি। আমার ভাবনার সঙ্গে মিল আছে বলেই নতুন সিনেমায় যুক্ত হয়েছি।’

অভিনয়ের পাশাপাশি সংগীতেও বেশ পটু নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ তার। নিজের গানের ভিন্ন ধাঁচের ভিডিওতে হাজির হয়ে চমক দেখিয়েছেন। সামনে তার নতুন গান আসছে বলে জানিয়েছেন।

সিনেমা ও গানের পাশাপাশি বছরজুড়ে স্টেজ পারফরম্যান্স নিয়েও ব্যস্ত থাকেন নুসরাত ফারিয়া। স্টেজ পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘এটা আমার কাছে সরাসরি শক্তি পাওয়ার জায়গা। দর্শকদের ভালোবাসা দেখলে বুঝি কেন এই কাজটা করি।’

বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নিয়মিত কাজ করেন তিনি। তবে কিছু জটিলতার কারণে সেখানে আর কাজ হচ্ছে না। তবে আশা ছাড়েননি তিনি

ফারিয়ার ভাষ্য, ‘আমি চাই এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে, যাদের গান বা অভিনয় দেখে আমি বড় হয়েছি। ভারতীয় দর্শকদের সঙ্গেও আবার দেখা হবেÑ এই আশাতেই আছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!