বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:৩০ এএম

বড়দিনে পর্দায় আসছেন কোয়েল

দায়িত্ব বেড়ে গেছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:৩০ এএম

দায়িত্ব বেড়ে গেছে

 

দ্বিতীয় সন্তানের জন্মের পর বেশ কিছুদিন বড় পর্দা থেকে নিজেকে দূরে রেখেছিলেন কোয়েল মল্লিক। তবে এবার দুই সন্তান যখন কিছুটা বড় হয়ে গিয়েছে, তখন আবার পুরোদমে বড় পর্দায় ফিরতে চলেছেন কোয়েল। কিছুদিন আগেই ‘স্বার্থপর’ সিনেমার অসামান্য সফলতা প্রমাণ করে দিয়েছে কোয়েল এখনও নিজের জায়গা ধরে রেখেছেন আগের মতোই।

বড়দিনে বড় পর্দায় আসছে তিনটা বাংলা সিনেমা। তিনটা সিনেমা নিয়েই দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে। কোয়েল মল্লিক অভিনীত সিনেমা ‘মিতিন একটি খুনির সন্ধানে’ আসছে। সিনেমাটিতে কোয়েলের লুক প্রকাশ্যে এসেছে।

মোশন পোস্টারে দেখা গেছে, একটি ছাই ছাই রঙের শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল। হাতে বন্দুক, চোখে চশমা, চাহনিতে বুদ্ধিদীপ্ততা। ছবির নেপথ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটি পুরনো ভগ্নপ্রায় বাড়ি এবং দুই দিকে দুটি ট্রাম। নিচে লাল রঙে বড় বড় করে লেখা মিতিন, নিচে ছোট করে লেখা একটি খুনির সন্ধানে। অরিন্দম শীল পরিচালিত এই সিনেমাটি সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি করা। সিনেমার সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

অরিন্দম শীলের পরিচালনায় সিনেমাতে রয়েছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, শতাফ ফিগার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ীর মতো একাধিক নামী মুখ।

গত বছর এপ্রিল মাসে এই সিনেমার শুটিং হয়। একটা অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে মারাত্মক চোট পান কোয়েল। থেমে যায় শুটিং। পরে আবার সুস্থ হয়ে সিনেমার শুটিংয়ে ফিরেছিলেন নায়িকা। কোয়েলের হাতে একটা দাগ এখনও দেখা যায়, যা জানান দেয় ক্ষত কতটা গভীর ছিল।

সম্প্রতি ‘স্বার্থপর’সিনেমাতে দারুণভাবে সফল হয়েছেন নায়িকা। সেই সাফল্যের রেশ মেখে কীভাবে সামনের কাজের পরিকল্পনা করতে চান, সে প্রসঙ্গে কোয়েল বলেন, ‘আমি মানুষ হিসাবে ভীষণ স্পিরিচুয়াল বলে খুব একটা পরিকল্পনা করি না। মনে হয়, বিগেস্ট প্ল্যানার তিনি। আমি পরিকল্পনা করলেও, তিনি সেগুলো বাতিল করে, নিজের মতো করে সাজিয়ে দেবেন। বরং যখন যেটা পাচ্ছি, তখন সেটা উপভোগ করি।’

কোয়েল যোগ করলেন, ‘স্বার্থপর’র মতো সিনেমার পর দায়িত্ব অবশ্যই বেড়ে গিয়েছে। মিতিন একটি খুনির সন্ধানে নিয়ে আমি খুব এক্সাইটেড। যেহেতু ওটা ফ্র্যাঞ্চাইজি, অন্যরকম মজা রয়েছে। এর বাইরে অন্য যেসব গল্প শুনছি, তার মধ্যে কোনটা করব, সেটা ঠিক করার ব্যাপারে তাড়াহুড়ো করাটা ভুল হবে। অনেক সময় একটা কনসেপ্ট ভালো লাগলেও, পরে গল্প ডেভেলপ করতে গিয়ে মনে হয়, এটা সিনেমা হওয়ার কথা নয়। তাই পরিকল্পনা করি না। মনে হয়, নকশাতে যেরকম লেখা আছে, সেরকমই হবে।’

মাত্র মাস খানেকের অপেক্ষা। কোয়েলকে মিতিন রূপে বড় পর্দায় ফিরে পাওয়ার জন্য অনুরাগীরা প্রস্তুত, সেটা আঁচ করা যাচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম মুক্তি পায় কোয়েলের ‘মিতিন মাসি’। ২০২৩ সালে এই রহস্যময় গোয়েন্দা, গল্পের দ্বিতীয় ভাগ মুক্তি পাই যার নাম ছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। দুটি সিনেমাই সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল। এবার পালা তৃতীয় পর্বের। প্রথম সিনেমাটি সুচিত্রা ভট্টাচার্যের ‘হাতে মাত্র তিনটে দিন’ গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল এবং দ্বিতীয় সিনেমাটি তৈরি করা হয়েছিল ‘সারা-ায় শয়তান’ গল্প অবলম্বনে। ফেলুদা এবং ব্যোমকেশের মতো মিতিন মাসিও যে বাঙালি গোয়েন্দা প্রেমিকদের কাছে একটি পছন্দের গোয়েন্দা চরিত্র, সেটা বলাই বাহুল্য।

রূপালী বাংলাদেশ

Link copied!