বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:৩১ এএম

সাড়া ফেলেছে ‘বাবাও মানুষ’

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:৩১ এএম

সাড়া ফেলেছে ‘বাবাও মানুষ’

সন্তানদের হাসি রক্ষার জন্যই বাবারা সারাজীবন নিজের স্বপ্ন, আরাম আর ইচ্ছা সব চাপা দিয়ে বাঁচেন। ইকসান রনির সংবেদনশীল নির্মাণে ‘বাবাও মানুষ’ নাটকটি যেন সেই বাস্তব জীবনের গল্পের প্রতিচ্ছবি, যেখানে বয়স ও দুর্ভাগ্যের কাছে হেরে যাওয়া বাবা একসময় পরিবারের ‘বোঝা’ হয়ে যান। কারণ সন্তানরা তখন আর বাবার ক্লান্ত কাঁধ বা নীরব ত্যাগ দেখতেও চায় না।

ফজলুর রহমান বাবু নাটকে এমন গভীর ও হৃদয় ছুঁয়ে দেওয়া অভিনয় করেছেন, যা প্রতিটি দৃশ্যে বাস্তব জীবনের কোনো বাবার ছবি ফুটিয়ে তোলে। তানিয়া বৃষ্টি ও জুনায়েদ বোগদাদির অভিনয়ও গল্পের বাস্তবতাকে শক্ত ভিত্তি দিয়েছে। নাটকটিতে ফুটে উঠেছে, বাবারা কখনো অভিযোগ করেন না, তাই তাদের কষ্ট অদৃশ্যই থেকে যায়।

নাটকটি নিয়ে নির্মাতা ইকসান রনি বলেন, ‘এটি শুধু গল্প নয়, বাস্তবতা। এটা আমার খুব কাছের, ভালোবাসার গল্প। যাকে ভেবে গল্পটা লিখেছি, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি নাটকটিতে। সে বেঁচে নেই, কিন্তু আমার হৃদয়ে এবং ভালোবাসায় আজও বেঁচে আছে।’

নাটকে আরও অভিনয় করেছেন শিরিন আলম, শেখ স্বপ্না, ফাইজুল কবির রথি, নাহার নওরিন, রকি খান, আর সি অরণ্য, কাকন চৌধুরী, আবু রায়হান প্রমুখ। নাটকটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ লাখ ৫০ হাজারেরও বেশি দর্শক দেখেছেন। ‘বাবাও মানুষ; এখন কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

নির্মাণের মান, পরিচ্ছন্ন কালার গ্রেডিং, ক্যামেরার কাজ ও মিউজিক নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে। বাস্তবতা ও আবেগের সংমিশ্রণে নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!