শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:২৫ এএম

রহস্যে জিইয়ে রাখলেন রাশমিকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:২৫ এএম

রহস্যে জিইয়ে রাখলেন রাশমিকা

হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হীরের আংটি। আর তা দেখার পর থেকেই রটে গিয়েছিল যে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত। এরপর শোনা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে আয়োজিত হচ্ছে রাশমিকা ও বিজয়ের বিয়ের আসর। তবে এসব আলোচনায় সিলমোহর না দিলেও অস্বীকার করে ফুৎকারে সবটা উড়িয়েও দেননি নায়িকা। তবে লাগাতার বিয়ে নিয়ে নানা আলোচনা নিয়ে এবার মুখ খুললেন রাশমিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, ‘আমি এ নিয়ে কিছু বলতেই চাই না। আমি আমার বিয়ে বা সম্পর্কে সিলমোহরও দিতে চাই না আর তা আমি অস্বীকারও করতে চাই না। আমাদের যখন মনে হবে এটা নিয়ে জনসমক্ষে বলা উচিত আমরা নিশ্চয়ই তা আনুষ্ঠানিকভাবে জানাব। আমার মনে হয় তৎক্ষণ আমাদের সবটা ব্যক্তিগত রাখতে দিলেই ভালো। কারণ, সব মানুষেরই একটা ব্যক্তিগত জীবন আছে। আমার মনে হয় সেটাকে সম্মান জানানো উচিত।’

বিগত আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন! কিন্তু সম্পর্কের কথা কোনোদিনই স্বীকার করেননি রাশমিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। তবে তারকাদের প্রেমবিলাস কি আর পাপারাজ্জিদের লেন্স এড়ায়? কখনো শহরের ইতি-উতি তাদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে তো কখনো বা আবার সামাজিক মাধ্যমে উঁকি দিয়ে তাদের দেখা গিয়েছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে!

সম্প্রতি তারকাযুগল নাকি আড়াই লাখি হিরের আংটিতে গোপনে বাগদান সেরেছেন। ‘থামা’ প্রচারে নায়িকার হাতে সেই আংটির উজ্জ্বল উপস্থিতিও নজর কেড়েছে। তখন অবশ্য বাগদানের প্রসঙ্গ উত্থাপন হতেই একগাল হেসে রাশমিকা জানিয়েছেন, ‘সবাই সব জানেন দেখছি!’ যদিও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদানের খবরে সিলমোহর বসাননি অভিনেত্রী, তবে খবর আগামী বছর ফেব্রুয়ারি মাসে মালাবদল করবেন দক্ষিণী তারকাজুটি।

রূপালী বাংলাদেশ

Link copied!