ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরের চর বাজার থেকে শাহমল্লিকদী বটতলা পর্যন্ত জরাজীর্ণ ও যানবাহন চলাচলের অনুপযোগী সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই সড়কে এসব কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
কর্মসূচিতে পীরের চর গ্রামের কয়েকশ নারী-পুরুষসহ পীরের চর উচ্চবিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অনতিবিলম্বে সড়কটি সংস্কার ও যানবাহন চলাচলের উপযোগী করার আহ্বান জানান।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেনÑ স্থানীয় উইপি সদস্য ওসমান মাতুব্বর, নাসির মাতুব্বর, সলেমান মাতুব্বর, রাজ্জাক মাতুব্বর, ওয়াসিম মাতুব্বর প্রমুখ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচ- বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত যানবাহন চলাচল করে। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে কষ্টের সীমা থাকে না। এ ছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসাকেন্দ্রে যাতায়াতে খুবই ভোগান্তির শিকার হতে হয়।
কর্মসূচি থেকে তারা অবিলম্বে রাস্তাটির সংস্কার করে জনসাধারণ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করতে সড়ক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :