ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

পা পিছলে বাবার ঘোড়ার গাড়ির নিচে পড়ে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:৪৭ এএম

নড়াইলের কালিয়া উপজেলায় বাবার ঘোড়ার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম মো. সাদমান (৮)। সে নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে। হাফিজুর ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাগুডাঙ্গা গ্রামের আঠারোবাঁকি নদী থেকে পচানো (জাগ দেওয়া) পাট ঘোড়ার গাড়িতে বোঝাই করে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন হাফিজুর। এ সময় বাবার সঙ্গে গাড়ির পাশে পাশে হেঁটে যাচ্ছিল সাদমান। পথিমধ্যে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে পা পিছলে সে ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে যায়। এ সময় গাড়ির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সাদমানকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিশু সাদমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানা-পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।