রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের বহনের জন্য মেট্রোরেলে বগি রিজার্ভ রাখা হয়। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়।
গতকাল আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে প্রতিটি ট্রেনের একটি বগি সংরক্ষণ করা হয়। মেট্রোতে করে আহত ব্যক্তিদের নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। সেখানে উপস্থিত অ্যাম্বুলেন্সে করে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেট্রো পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে বলা হয়, আহত ব্যক্তিদের দ্রুত স্থানান্তরের সুবিধার্থে মেট্রো ট্রেনের সামনের দিক থেকে দ্বিতীয় কোচটি নির্দিষ্ট করে রাখা হয়। এ ছাড়া মেট্রোরেল ডিপোর ভেতর দিয়ে আহত ব্যক্তিদের বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। সেই সঙ্গে মেট্রোরেলের পরিবহন পুলের যানবাহনগুলো দিয়াবাড়ি গোলচত্বরের পাশে প্রস্তুত রাখা ছিল, যাতে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিবহনে ব্যবহার করা যায়।
এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের দ্রুত স্থানান্তরের সুবিধার্থে নারীদের জন্য বরাদ্দ করা বগির পাশের একটি বগি সম্পূর্ণরূপে রিজার্ভ রাখা হয়। এই পদক্ষেপের ফলে আহত ব্যক্তিদের দ্রুত ও নিরাপদে বিভিন্ন হাসপাতালে পাঠানো সম্ভব হয়।